
এক ডলারে ইউক্রেনকে ড্রোন দেবে যুক্তরাষ্ট্র
ঈষিতা ব্রহ্ম , এখন টিভি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৮
মাত্র এক ডলারে ইউক্রেনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দু’টি ড্রোন দেবে যুক্তরাষ্ট্র। দেশটির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক অ্যারোনোটিক্যাল সিস্টেম জানায়, ইউক্রেনের কাছে স্বেচ্ছায় এই ড্রোন বিক্রি করছে যুক্তরাষ্ট্র। যদিও এই ড্রোন পরিচালনার খরচ ইউক্রেনকে বহন করতে হবে।
গ্রে ঈগল আর রিপার ড্রোন, যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী ড্রোন। আফগানিস্তান, সিরিয়া, ইরাকে হামলার জন্য এগুলো বেশ ফলপ্রসু ছিলো। ড্রোনগুলো মধ্য আকাশে অনেক দূর পর্যন্ত উড়তে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোনগুলো এখন ইউক্রেনের বেশি প্রয়োজন। এর আগে কিয়েভে স্বল্প পাল্লার কিছু ড্রোন পাঠিয়েছে ওয়াশিংটন।
ইগল গ্রে আর রিপার ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বলছে, রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। মাত্র এক ডলারে দেশটি 'এম কিউ নাইন রিপার' আর 'এম কিউ ওয়ান সি গ্রে ঈগল' ড্রোন ইউক্রেনকে দেবে । ড্রোন অপারেটরদের বিনামূল্যে প্রশিক্ষণও দেবে এই প্রতিষ্ঠান।
তবে যুদ্ধক্ষেত্রে এই ড্রোন পরিচালনার খরচ ব্যয় করতে হবে ইউক্রেনকে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে এই ড্রোন আনতে খরচ পড়বে ১ কোটি ডলার। আর এই ড্রোন পরিচালনায় বার্ষিক আরও ৮০ লাখ ডলার খরচ হবে। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন ও কিয়েভ।
এএইচ