
জাপানে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু, হুমকিতে পোল্ট্রি খাত
রেকর্ড প্রায় এক কোটি ব্রয়লার মুরগি নিধন

রেকর্ড প্রায় এক কোটি ব্রয়লার মুরগি নিধন
১১ জানুয়ারি ২০২৩, ১২:৪০
আমিনা লুসি , এখন টিভি
জাপানে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। ভয়াবহ এই প্রকোপ থেকে বাঁচতে এরইমধ্যে নিধন করা হয়েছে এক কোটি ব্রয়লার মুরগি। এ কারণে বিশ্বজুড়ে হুমকির মুখে পোল্ট্রি খাত।
গেলো সপ্তাহেই ভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানায় জাপান। এই মৌসুমে এখন পর্যন্ত ৯৯ লাখ ৮০ হাজার ব্রয়লার মুরগি নিধন করা হয়েছে। যা দেশটিতে রেকর্ড। এরআগে ২০২০ সালেও রেকর্ড সংখ্যক ব্রয়লার মুরগি নিধন করা হয়।
ভাইরাসটি ছড়িয়ে পড়ায় পুরো বিশ্বেই উদ্বেগ বেড়েছে। খামারগুলো এ সম্পর্কিত পণ্য সরবরাহ কমিয়ে দিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি মৌসুমে জাপানের ২৩টি অঞ্চলেই এই ভাইরাস শনাক্ত হয়।
প্রতিবছরের অক্টোবরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। পরিযায়ী পাখিই মূলত এ জন্য দায়ী। এমন পরিস্থিতিতে বন্য পাখির প্রবেশ ঠেকাতে বেষ্টনী নির্মাণের মতো পদক্ষেপ নিতে কৃষকদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ভাইরাসটি সাধারণত মানুষকে সংক্রমিত না করলেও ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে। আক্রান্ত পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে রোগটিও দ্রুত ছড়ায়।
এদিকে একটি খামারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় সাড়ে সাত লাখ মুরগি নিধনের আদেশ দিয়েছে চেক রিপাবলিক।
আকন