
ইউরোপে শীত কম, রিসোর্ট মালিকরা হতাশ

ইউরোপে অপ্রত্যাশিতভাবে শীত কম
০৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৮
বিদেশে এখন ডেস্ক, এখন টিভি
এশিয়া-আমেরিকায় এখন শীত, তবে ইউরোপে নেই তেমন ঠাণ্ডা। প্রতিবার শীতের এই মৌসুমে সুইজারল্যান্ডের স্কি রিসোর্টগুলো থাকতো জমজমাট। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তুষারপাত না হওয়ায় পরিবেশ স্কি করার উপযোগী নয়। এতে শীতকালীন ক্রীড়াপ্রেমী ও রিসোর্ট মালিকরা হতাশ।
সুইজারল্যান্ডের স্কি রিসোর্টগুলো শীতের এই মৌসুমে বেশ জমে ওঠে। কিন্তু এবারের চিত্র একেবারেই বিপরীত। দেশটিতে তাপমাত্রা রেকর্ড ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠায় অনেক স্কি রিসোর্টের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এমনকি কোনো কোনো স্কি রিসোর্ট মালিক সাময়িকভাবে বন্ধও রাখতে বাধ্য হন।
ভাউড আল্পসের গ্রাম লেসিনে সম্প্রতি মাত্র কয়েকজনকে স্কিং করতে দেখা যায়। ওইখানে শীতের আমেজ আনতে কৃত্রিম তুষারের একটি সরু পথ তৈরি করা হয়।
বৈশ্বিক গড় হারের তুলনায় প্রায় দ্বিগুণ উষ্ণ হচ্ছে সুইজারল্যান্ড। দেশটির আবহাওয়া ও জলবায়ু বিভাগ জানায়, ১৮৬৪ সাল থেকে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। সে হিসেবে ২০২২ ছিল সবচেয়ে উষ্ণ বছর।
দেশজুড়ে স্কি রিসোর্ট ও ক্যাবল কার কোম্পানিগুলো এই পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে। পর্যটকদের ধরে রাখতে, অবকাশযাপনের জন্য তাদের অন্যভাবে ব্যস্ত রাখতে চেষ্টা করা হচ্ছে।
টেলি-লেসিনের পরিচালক আরমন ক্যানটিনি বলেন, গত ৫ বছরে ব্যবসা ২০ শতাংশ কমেছে। আর গত বছরের চেয়ে কমেছে ৩৫ থেকে ৪০ শতাংশ। আমরা চিন্তিত, এই পরিস্থিতি স্বাভাবিক নয়। আমি ক্যাবল কার কোম্পানিতে ৩০ বছর ধরে কাজ করছি।
রিসোর্টের এক পর্যটক বলেন, জলবায়ু পরিবর্তন সত্যিই ভীতিকর। শীতের পাহাড়ে যারা জীবনযাপন করেন তাদের জন্য আমি খুব চিন্তিত। স্কিং না থাকলে সেভাবে পর্যটন থাকবে না।
আরেকজন বলেন, যুক্তরাষ্ট্রের একটি অংশে কোনো তুষারপাত নেই, তাই আমার এখানে স্কি করতে আসা। এখানেও একই সমস্যা।
তবে শিগগিরই আগের মতো তুষারপাত হবে বলে আশা করছেন দোকান ও রেস্তোরাঁর মালিকরা।
এমএস