
২০ কোটির বেশি টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৪৮
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ২০ কোটির বেশি ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেসের তথ্য চুরি করেছে হ্যাকাররা। ইমেইল আইডিগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে হ্যাকাররা প্রকাশ করেছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান।
বুধবার ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল আরেক সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এ তথ্য তুলে ধরেন। বলেন, এটি তাঁর দেখা সবচেয়ে উল্লেখযোগ্য হ্যাকের ঘটনা।
হ্যাকাররা ইমেইলগুলো হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে প্রকাশ করেছেন। গত বছরের ২৪ ডিসেম্বর গাল এ নিয়ে একটি পোস্ট করলেও এ নিয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এ ঘটনায় টুইটার কোনো তদন্ত শুরু করেছে কিনা তাও স্পষ্ট নয়।
এদিকে হ্যাকিং ফোরামের তথ্যগুলো সঠিক কিনা তা এককভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। তবে বুধবার হ্যাকিংয়ের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কোন সময় বা কোন জায়গা থেকে টুইটার হ্যাকিংয়ের শিকার হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রয়টার্স জানিয়েছে, ২০২১ সালের শুরুতে এ ঘটনা ঘটে থাকতে পারে। তখন ইলন মাস্ক টুইটারের মালিক ছিলেন না।
এসআই