Ekhon TV :: এখন টিভি

ব্রিটিশ সরকার যুক্তরাজ্যে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের নিতে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

২০২২ সালে, প্রায় ৫ লাখ বিদেশি ছাত্র যুক্তরাজ্যে পড়তে এসেছেন। অন্তত ১ লাখ ৩৬ হাজার মানুষ স্বজন ও পরিবারের সদস্য হিসেবে দেশে প্রবেশ করেছে। যা ২০১৯ সালের তুলনায় আট গুণ বেশি। এবং চলতি বছর যুক্তরাজ্যে বৈধ অভিবাসীর সংখ্যা রেকর্ড ৭ লাখে উন্নীত হয়েছে। আর তাই এবারে এর লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

মঙ্গলবার ( ২৩ মে)  ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানের এক বিবৃতিতে বলা হয়, অভিবাসী কমাতে বিদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের দেশটিতে নিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটিশ সরকার। এমন প্রক্রিয়ায় অভিবাসী বেড়ে যাওয়াকে অনাকাঙিক্ষত বলে উল্লেখ করেছেন ব্র্যাভারম্যান। কারণ ২০১৯ সালে বিদেশি শিক্ষার্থীদের স্বজন ও পরিবারের সদস্য ভিসার সংখ্যা ছিলো মাত্র ১৬ হাজার।

ব্র্যাভারম্যানের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসলেও তারা তাদের শিক্ষা শেষ না করেই অর্থ উপার্জনের দিকে বেশি ঝুঁকছে। সরকার এটি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। আর এই নিয়ম স্নাতকোত্তর গবেষণা ছাড়া অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

২০১৯ সালের নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো কনজারভেটিভ পার্টি, তারমধ্যে ব্রিটেনে অভিবাসী কমিয়ে আনার বিষয়ও ছিলো। অথচ গত চার বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের আগমন সবচেয়ে বেশি ঘটে দেশটিতে।

গত সপ্তাহে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন যে তার সরকার অভিবাসন কমাতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এসব পরিকল্পনা একে একে বাস্তবায়ন করা হবে।

এসআই

Advertisement
Advertisement
Advertisement