Ekhon TV :: এখন টিভি

রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনা

রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনা

রুশ সেনারা হামলাকারীদের খুঁজছে

২৩ মে ২০২৩, ১৫:৩৯

এখনটিভি ডেস্ক, এখন টিভি

রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের ভেতর ঢুকে পড়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। ওই অঞ্চলে তীব্র সংঘর্ষ চলছে বলে জানিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু বাড়িঘর এবং সরকারি স্থাপনা।

স্থানীয় গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ বলেছেন, রুশ সেনারা হামলাকারীদের খুঁজছে এবং সেখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাকর।

তবে হামলার দায় অস্বীকার করেছে কিয়েভ। তাদের দাবি, রাশিয়ার সরকারের সন্ত্রাসী কাজে ক্ষুব্ধ নাগরিকরা এই হামলায় জড়িত। যে দুটি সেনাদল এই হামলায় জড়িতে তারা হলো- ইউক্রেনভিত্তিক রাশিয়ার সরকারবিরোধী লিবার্টি অব রাশিয়া লিজিয়ন ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস।

হামলাকারীরা সাধারণ জনগণের সঙ্গে মিশে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই বেলগ্রদ অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষকে জনগণের পরিচয়পত্র পরীক্ষা ও যাতায়াতে নজরদারি চালানোর বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বাখমুতে রাশিয়ার বিজয় থেকে দৃষ্টি ঘোরাতেই এই হামলা চালানো হয়েছে।

এমএস

Advertisement
Advertisement
Advertisement