
কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স
এখনটিভি ডেস্ক, এখন টিভি
২১ মে ২০২৩, ১৩:৩১
সিঙ্গাপুর এয়ারলাইন্স রেকর্ড মুনাফা আয় করায় কর্মীদের প্রায় ৮ মাসের বোনাস দিতে যাচ্ছে। যোগ্যকর্মীদের ৬ মাসের বেশি বেতনের সমান মুনাফা আর করোনা মহামারির সময় কর্মীদের কঠোর পরিশ্রমের কারণে আরও দেড় মাসের বোনাস যোগ হবে।
করোনার কারণে পর্যটন খাত ভেঙে পড়ায় টানা তিন বছর লোকসানের রেকর্ড করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। গত মঙ্গলবার, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরে ১৬২ কোটি মার্কিন ডলার মুনাফার কথা জানায়। এরপরই কর্মীদের প্রায় ৮ মাসের বেতনের সমপরিমান বোনাস দেয়ার ঘোষণা আসে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বিমান সংস্থাটির যোগ্য কর্মীদের ৬ দশমিক ৬৫ মাসের বেতনের সমান মুনাফা দেয়া হবে। আর করোনার সময় কঠোর পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ আরও দেড় মাসের বোনাস দেয়া হবে তাদের। তবে সংস্থাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপকরা অতিরিক্ত এই বোনাস পাবেন না।
এয়ারলাইন্সের মুখপাত্র জানান, কোম্পানির দীর্ঘস্থায়ী বার্ষিক লাভ-বন্টন বোনাস কাঠামোর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের স্টাফ ইউনিয়নও এই বোনাসের সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়েছে।
সংস্থাটি জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার যাত্রীসেবা বাড়ানোর কারণে এই মুনাফা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ও এর বাজেট বিমানসংস্থা স্কুট গত বছর ২ কোটি ৬৫ লাখ যাত্রী পরিবহণ করেছে।
সোমবার, সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে যে চলতি বছরের এপ্রিল মাসে তারা ১৭ লাখ ৫০ হাজার যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পরিবহন করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ বেশি।
এরআগে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্সও ফেব্রুয়ারির প্রথমার্ধে রেকর্ড মুনাফা অর্জনের খবর সামনে আনে। তবে সেসময় মুদ্রাস্ফীতির চাপ এবং যাত্রী পরিবহনে বিমান সংস্থাগুলোর প্রতিযোগিতা বিষয়ে সতর্ক করে দেয় কান্তাস।
এসআই