Ekhon TV :: এখন টিভি

৪০৭ কোটি টাকা মূল্যে বিক্রি বিশ্বের সবচেয়ে পুরোনো হিব্রু বাইবেল

মাত্র ৪ মিনিটের নিলামে ৩৮.১ মিলিয়ন ডলারে বিক্রি

মো. ইমরান , এখন টিভি

১৯ মে ২০২৩, ১৪:৩৪

বিশ্বের সবচেয়ে পুরোনো ও সম্পূর্ণ হিব্রু ভাষার বাইবেল নিলামে বিক্রি হয়েছে। যার দাম ৩৮.১ মিলিয়ন ডলার বা ৪০৭ কোটি টাকা। সাবেক রাষ্ট্রদূত ও আইনজীবী আলফ্রেড মোজেস বাইবেলটি কিনেছেন।

চামড়ার তৈরি এই প্রাচীন বাইবেল ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত ইহুদি সম্প্রদায়ের আনু জাদুঘরে উপহারস্বরূপ দেয়া হবে। নিলামে ওঠার মাত্র ৪ মিনিটের মাথায় বিক্রি হয় এই হিব্রু বাইবেল।

বাইবেলটি বিখ্যাত চিত্রশিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চির পাণ্ডুলিপির নিলামের মূল্যকে ছাড়িয়ে গেছে। ১৯৯৪ সালে ভিঞ্চির পাণ্ডুলিপিটি ৩০.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। যদিও মুদ্রাস্ফিতির হিসেব বিবেচনা করলে ভিঞ্চির পাণ্ডুলিপি এখনো এগিয়ে।

বাইবেলের এই পাণ্ডুলিপিটি ৯০০ খ্রিস্টাব্দের আশেপাশে লেখা হয়েছে। এরো আগের পুরোনো বাইবেল পাওয়া গেলেও সেগুলো সম্পূর্ণ ছিল না। বাইবেলের অন্য খন্ডগুলো এই একটিতেই লিপিবদ্ধ করা হয়েছে বলেই সম্পূর্ণ বইয়ের মধ্যে এটিই সবচেয়ে পুরাতন।

এই বাইবেলটি মৌখিক ধারা ও আধুনিক হিব্রু বাইবেলের মধ্যে সংযোগ স্থাপন করে বলে বিশেষজ্ঞদের মত। বাইবেলের মোট তিনটি অংশ। এই গ্রন্থটি ইহুদি, খ্রিস্টান ও ইসলাম তিনটি ধর্মের ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্য গুরুত্বপূর্ণ।

আরএন

Advertisement
Advertisement
Advertisement