
মৌমাছির হুল ফুঁটিয়ে চিকিৎসা!
প্রতিটি সেশনে ৮ থেকে ১০টি মৌমাছির হুল বা কামড়ের প্রয়োজন
রাফসান নিঝুম , এখন টিভি
১৯ মে ২০২৩, ১৩:১০
মৌমাছি কামড়ালে আপনাকে হয়তো হাসপাতালে যেতে হতে পারে। কিন্তু আপনি কি সেই মৌমাছির কামড় খেতে হাসপাতালে যাবেন?
বিদ্ঘুটে শোনাচ্ছে, তাই না? তবে বাস্তবেই এমন এক চিকিৎসা পদ্ধতি আছে যাতে মৌমাছির কামড় হচ্ছে রোগের প্রতিষেধক। এমনই এক চিকিৎসা পদ্ধতি ব্যবহার হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কে। সেখানকার এক চিকিৎসকের দাবি, মৌমাছির বিষ ব্যবহার করে তিনি রোগীদের সুস্থ করে তুলছেন।
ইসাম ওদাহ পেশায় একজন পশু চিকিৎসক। ২০১৫ সাল থেকে মৌমাছির হুল ফুটিয়ে চিকিৎসা দিয়ে আসছেন। মৌমাছির বিষ এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে এই বিষের উপকারিতা সম্পর্কে দীর্ঘ গবেষণা রয়েছে তার।
ইসাম ওদাহ জানান, যখন তিনি এই চিকিৎসা শুরু করেন তখন তার মাত্র ২টি মৌমাছি চাক ছিলো। বর্তমানে তার মৌচাকের সংখ্যা প্রায় ২০০টি।
রোগী খাদিজা মৌসিল্লি বলেন, সাধারণ চিকিৎসা ব্যবস্থার খরচ বেড়ে যাওয়ায় এখন অনেকেই বিকল্প প্রাকৃতিক চিকিৎসার দিকে ঝুঁকছেন। সেই সাথে এই চিকিৎসার প্রতিও মানুষ আগ্রহী হচ্ছেন।
চিকিৎসক ইসাম ওদাহ বলেন, আমরা সবার আগে চিন্তা করি রোগীর সুবিধার কথা। তারপর আমাদের অর্থনৈতিক লাভের চিন্তা। আমরা যদি এই চিকিৎসা সেবার খরচ বাড়াই, তাহলে যেসব রোগী আমাদের মাধ্যমে উপকৃত হতেন, আমরা তাদের হারাবো।
মৌমাছি বিষের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি নির্দিষ্ট কিছু রোগ সারাতে উপকারী। তবে এই পদ্ধতিতে চিকিৎসার ক্ষেত্রে বিতর্ক আছে। কেউ কেউ বলছেন, রোগীদের শরীরে বিষ প্রয়োগে স্বাস্থ্যের ঝুঁকি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনা রয়েছে।
আরএন