Ekhon TV :: এখন টিভি

বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে কর্মী নিয়োগ দেয় মালয়েশিয়া। ইতোমধ্যে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নেয়ার অনুমোদন দিয়েছে দেশটি। যে তালিকায় সুযোগ পাচ্ছেন প্রায় তিন লাখ বাংলাদেশি। এরই মধ্যে এক লাখ ২০ হাজারের বেশি কর্মী দেশটিতে পৌঁছে গেছেন। আরও ১ লাখ ৮০ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাবেন।

এমন সুখবরের মধ্যে হঠাৎ করে গত ১৮ মার্চ থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন স্থগিত করেছে কুয়ালালামপুর। তবে আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীরা কোনো ধরনের বাধা ছাড়াই দেশটিতে যেতে পারবেন। আর মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্ত শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

তিনি বলেন, মালয়েশিয়া কিছুদিনের জন্য নতুন করে কর্মী নিয়োগ স্থগিত করেছে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সব দেশের জন্যই প্রযোজ্য। আমরা আশা করি, মালয়েশিয়া সরকার শিগগিরই নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

এদিকে খুব দ্রুতই নতুন করে বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন চালু হবে বলে প্রত্যাশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

বর্তমানে প্রতিদিন হাজারের বেশি কর্মীর ফ্লাইট দিতে পারছে না অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো। যে কারণে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন। 

এএইচ

Advertisement
Advertisement
Advertisement