Ekhon TV :: এখন টিভি

খুলে দেয়া হলো মিশরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ

৬ বছর ধরে চলে মসজিদটির সংস্কার কাজ

ইসরাত মুক্তি , এখন টিভি

২৩ মার্চ ২০২৩, ১৪:৫১

সংস্কার কাজ শেষে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো মিশরের ঐতিহাসিক মসজিদ 'আল-হাকিম-বি-আমর আল্লাহ'। কায়রোর আহমদ ইবনে তুলুনের মসজিদের পর এটিই মিশরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ।

৯৯০ খ্রিষ্টাব্দে মিশরের পঞ্চম খলিফা আল-আজিজ 'আল-হাকিম-বি-আমর আল্লাহ' মসজিদটির নির্মাণ শুরু করেছিলেন। তবে মসজিদটির কাজ শেষ হয় ১০১২ খ্রিষ্টাব্দে তার পুত্র ষষ্ঠ ফাতেমীয় খলিফা এবং ১৬তম ইসমাইলি ইমাম আবু আলি মানসুরের শাসনামলে।

ষষ্ঠ ফাতেমীয় খলিফা আবু আলি মানসুরের রাজকার্যে আনুষ্ঠানিক নাম ছিলো আল-হাকিম-বি-আমর আল্লাহ। আল হাকিমের শাসনামলে নির্মাণ শেষ হওয়ায় মসজিদটির নামকরণ তার নামেই করা হয়।

২০১৭ সালে শিয়া সম্প্রদায়ের সহযোগিতায় মসজিদটির সংস্কারের উদ্যোগ নেয় দেশটির সরকার। তখন এ সংস্কার প্রকল্পের বাজেট ছিলো ৮৫ মিলিয়ন মিশরীয় পাউন্ড বা, ২৮ মিলিয়ন মার্কিন ডলার। 

৬ বছর ধরে চলে এর সংস্কার কাজ। অবশেষে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় মসজিদটি। মসজিদটির স্থাপত্য নকশা যেনো বদলে না যায় সেজন্য বিশেষভাবে সতর্ক ছিলো সবাই।

প্রত্নতত্ত্ব সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তফা আল-ওয়াজিরি বলেন, বোহরা অর্থাৎ শিয়া সম্প্রদায়ের সহযোগিতায় মসজিদটি সংস্কার করা হয়। প্রায় ৮৫ মিলিয়ন মিশরীয় পাউন্ড ব্যয়ে মসজিদটি সংস্কারে সময় লেগেছে ৬ বছর। সংস্কারের সময় স্থাপত্য নকশা যেনো বদলে না যায় সেজন্য নেয়া হয়েছিলো বিশেষ সতর্কতা।

মসজিদটির সম্মুখভাগ ও মিনার পাথর দিয়ে তৈরি আর বাকি কাঠামোগুলো তৈরি ইট দিয়ে। এছাড়াও মসজিদটির রয়েছে দুটি দৃষ্টিনন্দন মিনার। উত্তরের মিনারটির উচ্চতা ৩৩ দশমিক ৭ মিটার আর দক্ষিণের মিনারটি ২৪ দশমিক ৭ মিটার উঁচু।

কপ্টিক এবং ইহুদি প্রত্নতাত্ত্বিকের ইসলামিক গামাল মোস্তফা বলেন, ঐতিহাসিক আল-হাকিম মসজিদটি পুনরায় চালুর সিদ্ধান্তে খুশি মিশরীয়রা। মসজিদটির আকার এতোই বিশাল যে এটি নির্মাণে দশ বছর সময় লেগেছিলো। সংস্কারের পর মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানের বিশেষ প্রার্থনা করতে পারবেন মুসল্লিরা।

নির্মাণের পরের শতাব্দী থেকেই মসজিদটি অবহেলিত ছিলো। একসময় ধ্বংসস্তপে পরিণত হয় মসজিদটি। ১৯৮০ সালে প্রথমবার দাউদি বোহরারা পুনরুদ্ধার ও পুন:নির্মাণ করে মসজিদটি চালু করে।

আরএন

Advertisement
Advertisement
Advertisement