Ekhon TV :: এখন টিভি

সৌদিতে ইতিকাফের জন্য নিবন্ধন করতে হবে

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব  , এখন টিভি

২১ মার্চ ২০২৩, ১৮:৩৩

আসন্ন রমজান উপলক্ষে সৌদি আরবের সব মসজিদে ইফতার ও ইতিকাফের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে আসবেন তাদের জন্যও থাকবে ইতিকাফের ব্যবস্থা। তাঁদের অনেকেই ইতিকাফ করার নিয়তে ১৫ রমজান থেকে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করবেন।

এবারই প্রথম ইতিকাফ করার বিষয়ে ১৮ মার্চ থেকে অনলাইনে নিবন্ধন সেবা চালু করেছে কর্তৃপক্ষ। ধর্ম মন্ত্রণালয় বলছে, এই নিবন্ধন চলবে ১ এপ্রিল পর্যন্ত। নিবন্ধন করলে ইতিকাফের সময় বিশেষ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, ২০২৩ সালে যারা মক্কা ও মদিনায় ইতিকাফে বসবেন তাদেরকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আর যারা নিবন্ধন করবেন তারাই লকারসহ বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন। 

দেশটির ধর্ম মন্ত্রণালয় বলছে, তারাবির নামাজ ও দোয়া পরিচালনার ক্ষেত্রে ইমাম ও মুয়াজ্জিনদের অবশ্যই মুসল্লিদের সুবিধা বিবেচনা করতে হবে। সেই সঙ্গে রমজানের শেষ ১০ দিন প্রতিটি মসজিদে তাহাজ্জুদের নামাজ ও ইতিকাফের আয়োজন নিশ্চিত করতে হবে।

২০২৩ সালে ওমরাহ ও হজে আসা মুসল্লিরা মক্কা-মদিনা ছাড়াও সব প্রাদেশিক শহরে যেতে পারবেন। ভ্রমণের এই সুবিধা সৌদি আরবের অর্থনীতিকে আরও গতিশীল করবে।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement