Ekhon TV :: এখন টিভি

বন্ধ হওয়ার ঝুঁকিতে ক্রেডিট সুইস ব্যাংক!

ব্যাংকটিকে রক্ষায় আলোচনা চলছে

এখনটিভি ডেস্ক, এখন টিভি

১৯ মার্চ ২০২৩, ১৭:১৮

যুক্তরাষ্ট্রে পরপর দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর খাদের কিনারায় এখন সুইজারল্যান্ডের ঋণদাতা জায়ান্ট ক্রেডিট সুইস। ব্যাংকটিকে রক্ষায় আলোচনা চালিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস। তবে ইউবিএস জানিয়েছে ক্রেডিট সুইস ব্যাংক কিনতে হলে প্রায় ৬০০ কোটি ডলারের খরচ সেদেশের সরকারকে বহন করতে হবে।

সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস তার প্রতিদ্বন্দ্বী ক্রেডিট সুইস ব্যাংকের পুরোটাই বা আংশিক কিনে নেয়ার আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ক্রেডিট সুইস ব্যাংক কিনতে হলে প্রায় ৬০০ কোটি ডলারের খরচ সুইস সরকারের কাছ থেকে চেয়েছে ইউবিএস।

সরকারের কাছ থেকে এই ৬০০ কোটি ডলার পেলে তা দিয়ে ক্রেডিট সুইসের বন্ধ হওয়া রোধের ব্যয় ও আইনি খরচ মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে ইউবিএস।

গত সপ্তাহে মার্কিন ঋণদাতা সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংকের পতনের পর সবচেয়ে বড় নাম এই ১৬৭ বছরের পুরনো ক্রেডিট সুইস ব্যাংক।

ক্রেডিট সুইসের এই সঙ্কট সমাধানের জন্য আলোচনা উল্লেখযোগ্যভাবেই বেশ বাধার মুখে পড়ছে। তাছাড়া এই দুই ব্যাংক একীভূত হলে ১০ হাজার কর্মীর চাকরি ছাঁটাই হবারও আশঙ্কা রয়েছে।

১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ক্রেডিট সুইস গত কয়েক বছর ধরেই অর্থ পাচারের অভিযোগসহ বিভিন্ন কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে। ব্যাংকটি ২০২২ সালে ৭৯০ কোটি ডলার ক্ষতির কথা জানায় যা ২০০৮ সালের আর্থিক সংকটের পর সবচেয়ে খারাপ বছর । এমনকি ২০২৪ সাল পর্যন্ত লাভের মুখ দেখার আশা করছে না ব্যাংকটি। অন্যদিকে ইউবিএস ২০২২ সালে ৭৬০ কোটি মার্কিন ডলার লাভ করেছে।

সুইস ন্যাশনাল ব্যাংক থেকে জরুরি ৫ হাজার ৪০০ কোটি ডলারের সহায়তা পেলেও কোন সমস্যার সমাধান করতে পারেনি ক্রেডিট সুইস। সোমবার শেয়ার বাজার খোলার আগেই নিয়ন্ত্রকরা একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে।

আকন

Advertisement
Advertisement
Advertisement