Ekhon TV :: এখন টিভি

বালিতে পর্যটকদের মোটরবাইক নিষিদ্ধের সিদ্ধান্ত

ট্রাফিক আইন অমান্য করেছেন ১৭১ জন পর্যটক

ইসরাত মুক্তি , এখন টিভি

১৯ মার্চ ২০২৩, ১৬:৫৩

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা দ্বীপ বালি। যা বরাবরই পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। পর্যটকের আনাগোনা বাড়াতে সবসময়ই নানারকম উদ্যোগ নিয়ে থাকে দেশটি।

তবে এবার পর্যটকদের জন্য অন্যরকম এক পদক্ষেপ নিলো ইন্দোনেশিয়া। বালি দ্বীপে পর্যটকদের মোটরবাইকে চড়া নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। কারণ হিসেবে বলা হয়েছে, বালি দ্বীপে পর্যটকদের ট্রাফিক আইন না মানাকে।

উন্নত ট্রাফিক সুবিধা নেই বালিতে। প্রায়ই এখানে ঘুরতে আসা পর্যটকেরা মোটরবাইক ভাড়া করে দ্বীপে ঘুরে বেড়ান। দুই চাকার এই বাহনটির মাধ্যমে খুব সহজেই অলিগলিতে প্রবেশ করে তারা। আর এখানেই বাঁধে বিপত্তি।

মোটরসাইকেল চালাতে গিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৭১ জন পর্যটক ট্রাফিক আইন অমান্য করেছেন। এছাড়া অনেকে ভুয়া নম্বর প্লেটও ব্যবহার করেছেন বলে অভিযোগও রয়েছে।

বালির গভর্নর আই ওয়াইন কোস্টার বলেন, একজন পর্যটকের কখনোই খালি গায়ে, হেলমেটবিহীন অবস্থায় মোটরবাইকে ঘুরে বেড়ানো উচিত নয়। কিন্তু যারা এখানে ঘুরতে আসেন তারা এ কাজটি করেন। একজন পর্যটকের অবশ্যই পর্যটকের মতো আচরণ করা উচিত। 

স্থানীয় ব্যবসায়ীসহ অনেক পর্যটক বলছেন, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশটিতে ইতিমধ্যেই রুশ ও ইউক্রেনীয় পর্যটকদের সংখ্যা কমে গেছে। তাছাড়া করোনা মহামারীতে হওয়া লোকসান এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এমন অবস্থায় মোটরবাইক নিষিদ্ধের সিদ্ধান্তে দেশটির পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন। বালি প্রশাসনের এ আইনটি নিয়ে দ্বিমত পোষণ করছে স্থানীয় মোটরবাইক ভাড়া সমিতিও। তারা বলছেন, পর্যটকদের মোটরবাইক চালানো নিষিদ্ধ না করে সুনির্দিষ্ট আইন করা উচিত।

রুশ পর্যটক আলেকজান্ডার ইভানভ বলেন, রাশিয়ান পর্যটকরা এখানে এসে যে অর্থ ব্যয় করে তা ইন্দোনেশিয়ার অর্থনীতিতেও সহায়তা করছে। তবে দেশটিতে যদি পর্যটক ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে এবং এতো নিষেধাজ্ঞা দেয়া হয় তাহলে আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোতে ঘুরতে যাবো। এতে ইন্দোনেশিয়াই ক্ষতির মুখোমুখি হবে।

তবে পর্যটকরা ট্রাভেল এজেন্সি থেকে মোটরবাইক সরবরাহ করে চালাতে পারবেন বলে জানিয়েছেন বালি গভর্নর আই ওয়াইন কোস্টার। 

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি সময়ের মধ্যে প্রায় ৭৮ হাজার রাশিয়ান ও প্রায় ৯ হাজার ইউক্রেনীয় পর্যটক ইন্দোনেশিয়া ভ্রমণ করেন।

আরএন

Advertisement
Advertisement
Advertisement