Ekhon TV :: এখন টিভি

নদীর পানি যেন মৃত মাছের কার্পেট!

এখনও অজানা ঝাঁকে ঝাঁকে মাছের মৃত্যুর কারণ

এখনটিভি ডেস্ক, এখন টিভি

১৯ মার্চ ২০২৩, ১৪:৫৪

নদীর পানি যেন মৃত মাছের কার্পেট। এমনই রূপ নিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নদী। ভেসে উঠেছে অর্ধ কোটি মরা মাছ। ঝাঁকে ঝাঁকে মাছের মৃত্যুর নিশ্চিত কারণ এখনও অজানা। একই এলাকায় এর আগে আরও দু'বার ঘটেছে একই ঘটনা।

সিডনি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের ছোট্ট শহরটিতে শুক্রবার ভোরে বাসিন্দাদের ঘুম ভেঙেছে মরা মাছের গন্ধে। একটি দু'টি নয়, নিউ সাউথ ওয়েলসের মেনিন্দে শহরে ডার্লিং নদীর বুকে ভেসে উঠেছে লাখ লাখ মাছ। নদীর বুক রূপ নিয়েছে বিশাল এক মাছের কার্পেটে।

২০১৮ ও ১৯ সালেও একই এলাকায় নদীটিতে একই দৃশ্য দেখা গিয়েছিল। তবে এবারের মতো এতো বেশি মাছের মৃত্যু আর কখনো দেখেননি, বলছেন স্থানীয়রা। সঠিক সংখ্যাট না জানা গেলেও ধারণা করা হচ্ছে মরা মাছের সংখ্যা অর্ধকোটি।

একই এলাকায় বারবার এতো মাছের মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় প্রশাসন। নদী কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দাবদাহের প্রভাব পড়েছে নদীতে। শনিবার মেনিন্দে শহরে তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দুর্বল স্রোত আর পানি দূষণকেও মাছের মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। নদী শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং স্বাভাবিক স্রোত ফিরিয়ে আনতে ২০১২ সালে ১৩শ'কোটি ডলারের পরিকল্পনা হাতে নিয়েছিল অস্ট্রেলিয়া সরকার।

গেল বছর পোল্যান্ড, জার্মানি আর ফ্রান্সেও ঘটেছে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ ভেসে ওঠার ঘটনা।

আকন

Advertisement
Advertisement
Advertisement