Ekhon TV :: এখন টিভি

পাকিস্তানের কাছে ২৯ কোটি ডলার পাওনা বিভিন্ন এয়ারলাইন্সের

এখনটিভি ডেস্ক, এখন টিভি

১৮ মার্চ ২০২৩, ১৮:২৯

অর্থনৈতিক সংকটের ডামাডোলে হুমকিতে পাকিস্তানের এভিয়েশন খাত। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ইসলামাবাদের কাছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের পাওনা ২৯ কোটি ডলার। পর্যাপ্ত ডলার না থাকায় এই দেনা মেটাতে পারছে না পাকিস্তান। যে কারণে বিমানের আন্তর্জাতিক রুটে চলাচল চালু রাখা কঠিন হয়ে পড়ছে।

৩০০টিরও বেশি এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করা সংস্থাটির দেয়া এমন তথ্যে- বোঝার বাকি নেই যে- চরম সংকটে পড়তে যাচ্ছে পাকিস্তানের বিমান চলাচল। গেলো মাসেই পাকিস্তানে কার্যক্রম বন্ধের আভাস দিয়েছে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স। যদিও এয়ারলাইন্সটির দাবি- নিজেদের নতুন করে গড়ে তোলার পরিকল্পনার অংশ এটি। 

বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তানে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভার্জিন আটলান্টিক।

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের মার্চে পাকিস্তানে যে ক'টি বিমান চলাচলের কথা রয়েছে, ২০১৯ সালের একই সময়ের তুলনায় সেটি অনেক কম। এর সমাধানে দৌড়-ঝাঁপ শুরু করেছে পাক বিমান কর্তৃপক্ষ। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পাওনা পরিশোধের চেষ্টা চলছে বলেও জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থা।

দ্রুত কমতে থাকা পাকিস্তানের রিজার্ভ এখন মাত্র ৪৩০ কোটি ডলার। এতে পণ্য আমদানিসহ দেশটির আর্থিক সব খাতেই চলছে টানাপোড়েন।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর বকেয়া নিয়ে চ্যালেঞ্জে পড়েছে ইসলামাবাদ। আইএমএফ এর ঋণ না পেলে যা কাটিয়ে ওঠা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

আকন

Advertisement
Advertisement
Advertisement