
স্পেনে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মাছ
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
এখনটিভি ডেস্ক, এখন টিভি
১৮ মার্চ ২০২৩, ১৬:১৪
স্পেনের কাতালোনিয়া অঞ্চলের একটি জলাশয়ে পানির পরিমাণ কমে যাওয়ায় অক্সিজেনের অভাবে মারা যেতে শুরু করেছে মাছ। খাবার পানি দূষিত হওয়ার আশঙ্কায় টন টন মাছ ধরছেন জেলেরা। বাড়ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা।
আর এতে শুষ্ক জলাশয়ের পানির গুণমান রক্ষা করতে ব্যতিক্রমী খরাবিরোধী ব্যবস্থা চালু করতে যাচ্ছে অঞ্চলটি।
কাতালোনিয়ার সাউ জলাশয়ে মাছ ধরার নৌকাগুলোকে দেখা যায়, ফাটলযুক্ত মাটির চারপাশ থেকে জাল দিয়ে টন টন মাছ ধরতে।
কর্তৃপক্ষ জানায়, শুকিয়ে আসা জলাধারে কম অক্সিজেনে টিকে থাকতে রীতিমতো লড়াই করতে হচ্ছে মাছগুলোকে।
কমে আসতে থাকা পানিতে বেশি প্রাণীর ঘনত্বের কারণে অক্সিজেনের মাত্রা কমে আসায় ব্যাপকভাবে মাছ মারা যাচ্ছে। তাই দ্রুততার সঙ্গে মাছ ধরছেন জেলেরা। আক্রমণাত্মক মাছের প্রজাতিগুলোকে মেরে ফেলা হচ্ছে। আর স্থানীয় প্রজাতির মাছগুলোকে কাছাকাছি জলে ছেড়ে দেয়া হচ্ছে। এতে অবশিষ্ট পানযোগ্য পানি দূষিত হওয়ার ঝুঁকিও কমে আসছে।
স্থানীয়রা বলেন, ‘এটি খুবই প্রয়োজনীয়। কম জল, কম অক্সিজেনে পানি নষ্ট হয়ে যাচ্ছে। মাছ মরে যাচ্ছে এভাবেই। পানির পরিমাণ কমে আসলে বনের বন্যপ্রাণিও মারা যায়, কিছু একটা করতে হবে।’
আঞ্চলিক সরকার তিন মাস পর্যন্ত দশ লাখ লোকের পানি সরবরাহের নিশ্চয়তা দিতে অন্য একটি জলাধারে যতটা সম্ভব পানি সরিয়ে আনার পরিকল্পনা করেছে। কাতালোনিয়ার জলাধারে পানির গড় সীমা ২৭ শতাংশ পর্যন্ত নেমে আসায় ব্যক্তিগত বাগানে পানি ব্যবহারের সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। চাষে ব্যবহারের জন্য ৪০ শতাংশ পর্যন্ত পানির ব্যবহারও কমিয়ে আনতে হবে।
আকন