Ekhon TV :: এখন টিভি

প্রযুক্তিখাতে বিনিয়োগকারী মার্কিন দুই ব্যাংক বন্ধ

ব্যাংকের বিনিয়োগ নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা

এখনটিভি ডেস্ক, এখন টিভি

১৮ মার্চ ২০২৩, ১৩:০৭

মন্দায় টালমাটাল বিশ্বে নতুন করে আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রের বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক। মূলত ব্যাংক দুটি থেকে তথ্য-প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ঋণ মিলতো। তবে এই দুটি ব্যাংক বন্ধের কেমন প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে? তাই নিয়ে শঙ্কায় অনেকেই। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এরপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, জ্বালানি ও খাদ্যশস্য বাণিজ্যে ঘাটতি। আর ২০২২ সালে অন্তত ৭ বার ফেডারেল রিজার্ভের সুদহার বাড়িয়ে নিজেদের মূল্যস্ফীতি ঢেকে রাখার চেষ্টা করেছে বাইডেন প্রশাসন। যার কারণে দেশে দেশে ডলারের বিপরীতে অবনমন হয়েছে স্থানীয় মুদ্রার।

এরমাঝে যখন বিশ্বে দেশে দেশে মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করছে, ঠিক তখনই হঠাৎ বন্ধ হলো যুক্তরাষ্ট্রের বড় দুটি ব্যাংক- সিলিকন ভ্যালি ও সিগনেচার। প্রযুক্তিখাতের বড় কোম্পানি, গবেষণায় ও উদ্যোক্তাদের ঋণ আসতো সিলিকন ভ্যালি ব্যাংক থেকে, সে ব্যবস্থাও বন্ধ হলো এর মধ্য দিয়ে। যার সরাসরি প্রভাব পড়তে পারে তথ্যপ্রযুক্তির বাজারে।

২০০৮ সালের পর যুক্তরাষ্ট্রের ব্যাংকিংখাতের সবচেয়ে বড় পতনের ঘটনা বলা হচ্ছে এটিকে। এতে আটকে গেছে গ্রাহকদের শতশত কোটি ডলার। এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ওপরই। সিলিকন ভ্যালির পতনের কারণে দরপতন হয় বহু আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের, আতঙ্ক দেখা দেয় বিনিয়োগকারীদের মধ্যে।

সিলিকন ভ্যালির পর আরেকটি গুরুত্বপূর্ণ মার্কিন ব্যাংক সিগনেচার। এই ব্যাংকের অনেক গ্রাহকই ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় যুক্ত। গেলো সেপ্টেম্বর পর্যন্ত সিগনেচার ব্যাংকের আমানতের প্রায় এক চতুর্থাংশ এসেছে এই খাত থেকে। সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক দুটো আয়ের জন্য মাত্র সুনির্দিষ্ট একটি খাতের ওপর বেশি নির্ভরশীল। উচ্চ সুদহারের কারণে সম্পদের মূল্য চাপে পড়লে ব্যাংক দুটির বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

ব্যাংক দুটি পতনের পর যুক্তরাষ্ট্র, এশিয়া এবং ইউরোপজুড়ে ব্যাংকের শেয়ারে দেখা দেয় অস্থিরতা। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর কারণে সরকারি বন্ডে বিনিয়োগকারীদের অনেকেই ক্ষতির মুখে পড়েছেন। আর সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্যের শাখার স্বত্ব এইচএসবিসি ব্যাংক কিনে নেয়ায় দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আপাতত মুক্তি মিলেছে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের করের টাকায় কোনো খরচ বহন করবে না, সেই নিশ্চয়তা দিলেও আমেরিকার জনগণই নানা ফি এর মাধ্যমে এই অর্থ পরিশোধ করবে।

গত বছর ঝুকিপূর্ণ নতুন প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার যে প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তাদের অর্ধেকের ব্যাংকিং অংশীদার ছিল সিলিকন ভ্যালি। ব্যাংকটির যুক্তরাজ্য শাখায় মাত্র ৩ হাজার গ্রাহক থাকলেও তাদের প্রতিষ্ঠানের লেনদেনে আর্থিক ক্ষতির মুখে রয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চরমভাবে সুদের হার বাড়িয়েছে, যাকে ব্যাংক খাতের সংকটের জন্য খানিকটা দায়ী ভাবছেন বিশ্লেষকরা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল ৬ শতাংশ। এখন সুদহার আরও বাড়ানো হলে কী হবে তা নিয়ে উদ্বেগে বিনিয়োগকারীরা।

তবে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের ধারণা, গত কয়েকদিনের ঘটনায় ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত বা সুদহার কমানো শুরু করবে। তবে আসলে কী হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আকন

Advertisement
Advertisement
Advertisement