
ফ্রান্সের প্যারিস যেন ময়লার ভাগাড়!
তৌহিদুর রহমান , এখন টিভি
১৭ মার্চ ২০২৩, ১৭:২৮
এক সপ্তাহের বেশি সময় বর্জ্য সংগ্রহকারীদের ধর্মঘটের কারণে প্যারিসের বিশাল এলাকার রাস্তায় ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দুর্গন্ধে পর্যটকদের আনাগোনাও কমেছে। বেশিরভাগ হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখায় লোকসানের মুখে ব্যবসায়ীরা।
ময়লার স্তূপ জমে যাওয়ায় আইফেল টাওয়ার ও এর আশপাশের এলাকায় কমেছে ভ্রমণপিপাসুদের আনাগোনা। প্রয়োজনে বের হওয়া মানুষদের নাক চেপে ধরে হাঁটতে হচ্ছে। দুর্গন্ধ আর ইঁদুরের উৎপাতে বন্ধ রাখা হয়েছে অনেক হোটেল-রেঁস্তোরা।
সম্প্রতি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পরিচ্ছন্নতাকর্মীদের পেনশনের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছেন। এর প্রতিবাদে কাজ বন্ধ রেখে শ্রমিকরা আন্দোলনে অংশ নেয়। প্যারিস ছাড়াও নান্তেন, রেঁনস ও লে হাবরেও ধর্মঘটের প্রভাব পড়ছে।
প্যারিসের স্থানীয়রা বলেন, যেদিকে তাকাই সেদিকেই শুধু ময়লার স্তূপ। তবে প্যারিস ছাড়া বেশ কয়েকটি শহরে বেসরকারিভাবে ময়লা সরানোর কাজ শুরু হয়েছে।
প্রবাসী লেখক মোসাদ্দেক হোসেন সাইফুল বলেন, অসহনীয় পরিবেশ থেকে বাঁচার জন্য এই সমস্যা সমাধানের বিকল্প নেই। ফ্রান্সের প্রবাসীদের প্রত্যাশা, শিগগিরই সরকার এই সমস্যার সমাধান করবে।
ইউরোপিয়ান রেডিওর একজন উপস্থাপক রসিকতা করে এই ময়লাকে প্যারিসের ’ইঁদুরের জন্য বুফে’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, প্যারিসে এখন ৬০ লাখের বেশি ইঁদুরের বসবাস, যা মানুষের চেয়ে দ্বিগুণ।
এএইচ