
বিধ্বস্ত ড্রোনের খোজেঁ মরিয়া যুক্তরাষ্ট্র এবং রাশিয়া

এস ইউ টুয়েন্টি সেভেন যুদ্ধবিমান
১৬ মার্চ ২০২৩, ১৭:১৪
এখনটিভি ডেস্ক, এখন টিভি
নতুন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বন্দ্ব এখন চরমে। উত্তেজনার পারদ দিন দিন ঊর্ধ্বমুখী। মঙ্গলবার (১৪ মার্চ) মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোনটি রাশিয়ার এস ইউ টুয়েন্টি সেভেন যুদ্ধবিমান দ্বারা কৃষ্ণ সাগরে আক্রমণ করে এবং গুলি করে ভূপাতিত করে। মস্কো-ওয়াশিংটন সম্পর্ক তখন থেকেই উত্তপ্ত।
ড্রোনটি কৃষ্ণ সাগরে এতটাই গভীরে পড়েছিল যে তা উদ্ধার করা যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন ছিল বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
ইউক্রেনে মস্কো দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, ঘটনাস্থলে পৌঁছেছে রাশিয়ার জাহাজ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে জেনেও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে কৃষ্ণ সাগরে ড্রোন উড়িয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। তবে বাখমুতে সেনাবাহিনীর সক্ষমতা খুব একটা বাড়াতে পারছে না মস্কো।
এসআই