Ekhon TV :: এখন টিভি

জাপান-দ. কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের আগে ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

এখনটিভি ডেস্ক, এখন টিভি

১৬ মার্চ ২০২৩, ১৬:৫৪

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের ঠিক আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটি ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে।

এদিন দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের মধ্যে একটি যুগান্তকারী বৈঠক হয়। এর কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা পিয়ংইয়ংয়ের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন।

উৎক্ষেপণের পর, উত্তর কোরিয়ার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০০ কিলোমিটার উড়ে  জাপানের পশ্চিমে পানিতে পড়ে। গত সপ্তাহ থেকে পিয়ংইয়ং চতুর্থ রাউন্ডের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে, উৎক্ষেপণ করা অন্যান্য ক্ষেপণাস্ত্র ছিলো স্বল্প পাল্লার।

কোরীয় উপদ্বীপের চারপাশে বছরের পর বছর ধরে সবচেয়ে বড় মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

উত্তর কোরিয়া বলছে, তারা এ ধরনের সামরিক মহড়াকে উসকানি হিসেবে দেখছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে নিশ্চিত করেছে। জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭০ মিনিট ধরে ৬ হাজার কিলোমিটারেরও বেশি আকাশে উড়েছিল।

অবশ্য এই ঘটনার পরও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সেনাবাহিনীকে পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এসআই

Advertisement
Advertisement
Advertisement