Ekhon TV :: এখন টিভি

রুশ সাম্রাজ্য ফিরিয়ে আনতে মরিয়া পুতিন

'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রূপ নিয়েছে হিমায়িত যুদ্ধে'

এখনটিভি ডেস্ক, এখন টিভি

১৫ মার্চ ২০২৩, ১৮:০৩

৩৮৪ দিন পেরুলেও মীমাংসার বালাই নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। অস্ত্র গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় প্রায় শেষ হয়ে আসছে রাশিয়ার ইউক্রেন দখলের সম্ভাবনা। 

অন্যদিকে ইউক্রেনকে দফায় দফায় অস্ত্র সহায়তা দিয়ে আসছে পশ্চিমারা। তাই বিশেষজ্ঞরা এ যুদ্ধকে আখ্যা দিচ্ছেন 'ফ্রোজেন ওয়ার' বা হিমায়িত যুদ্ধ হিসেবে।

শুধু তাই নয়, ফ্যান্সের বিখ্যাত বুদ্ধিজীবী বেরনার অঁরি লেভি দুই দেশের এ যুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধের সাথে তুলনা করেছেন। তার মতে, পশ্চিমা বিশ্বের সঙ্গে লড়াই করে রুশ সাম্রাজ্য ফিরিয়ে আনতে চান পুতিন। আর সেই উদ্দেশ্য সফল করতে তৎকালীন রুশ সম্রাট 'পিটার দ্যা গ্রেটের' ভূমিকায় আসতে চান তিনি।

আর তা আরও স্পষ্ট হয় পুতিনের ক্ষমতায় টিকে থাকার কৌশলের দিকে তাকালে। গত দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতা আঁকড়ে আছেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে সেখানে ভিন্নমতের চর্চাকে গলা টিপে হত্যা করেছেন তিনি। তাই বলা হচ্ছে, পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অস্তিত্বের লড়াইয়ে রাশিয়া পরাজিত হলে, পুতিনের দশা হবে হিটলার কিংবা মুসোলিনির মতো। একই সঙ্গে কয়েকভাগে বিভক্ত হয়ে যাবে রাশিয়া।

এমন পরিস্থিতিতে অমীমাংসিত অবস্থায় দাঁড়িয়ে আছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। একদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অর্থ ও অস্ত্র-গোলাবারুদ দিয়ে পুরোপুরি সহায়তা করে আসছে। 

অন্যদিকে রাশিয়াও নিজেদের মজুদ করা অস্ত্রের পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর কোন ধরনের মধ্যস্থতার মাধ্যমেও করা হচ্ছে না এর সমাধান।

আকন

Advertisement
Advertisement
Advertisement