Ekhon TV :: এখন টিভি

বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার আশঙ্কা!

মহড়ায় যুদ্ধযান নিয়ে অংশ নিয়েছেন ৪০০ সেনা

বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার আশঙ্কা!

চলছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া

১৫ মার্চ ২০২৩, ১৭:৫২

এখন বিদেশ ডেস্ক, এখন টিভি

দক্ষিণ কোরিয়ার সিউলের উত্তরে ইওনচেন অঞ্চলের ইমজিন নদীর ওপর তৈরি করা হয়েছে ১৮০ মিটার সেতু। উদ্দেশ্য সেতু দিয়ে ফেরি পর্যন্ত যুদ্ধযান পৌঁছানো। 

এই মহড়ার অংশ হিসেবে আছে শতাধিক সেনা, দুইটি অ্যাপাচি হেলিকপ্টার, অর্ধ শতাধিক সামরিক সরঞ্জাম। মূলত এই উপকূলে শান্তি প্রতিষ্ঠায় এ ধরনের সামরিক মহড়ার আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

মার্কিন সেনা সিন কাসপ্রিসিন বলেন, এই মহড়ায় আমরা অনেক কিছু শিখছি। সামনে একসঙ্গে কাজ করবো। নিজেদের যৌথভাবে প্রশিক্ষণ দিচ্ছি। যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার সম্পর্ক জোরদার হচ্ছে। আমরা একসঙ্গে আজই যেকোন যুদ্ধের জন্য প্রস্তুত। আজই। 

এর আগে ২০১৫ সালে রিপাবলিক অব কোরিয়াতে মহড়া চালায় এই দুই দেশ। তবে উত্তর কোরিয়ার পরমাণু হামলার ঝুঁকি বাড়ার পর ২০১৭ সালের পর এই প্রথম এই অঞ্চলে এতো বড় মহড়ার আয়োজন করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি ক্যাং চ্যাং কিউ বলেন, এই যৌথ সামরিক মহড়ার জন্য আমাদের আত্নবিশ্বাস বাড়ছে। আমরা খুব সহজেই নদীতে যেকোন পরিস্থিতিতে মহড়া চালাতে পারবো। প্রশিক্ষণ কার্যক্রম চলতেই থাকবে। 

এদিকে, মহড়ার শুরুর দিনই পূর্ব উপকূলে জোড়া ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর আগেও জোড়া ক্ষেপণাস্ত্র আর ডুবোজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়িং। 

বরাবরই এই যৌথ মহড়াকে এই অঞ্চলে উষ্কানি হিসেবে দেখে আসছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, এই সামরিক মহড়া যুদ্ধের পূর্বপ্রস্তুতি, যেকোন সময় যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত থাকতে বলেন কিম জন উং।

আরএন

Advertisement
Advertisement
Advertisement