
গ্রেপ্তার ঠেকাতে মুচলেকা দিলেন ইমরান খান
আগামী ১৮ মার্চ আদালতে হাজিরা দেবেন তিনি
এখনটিভি ডেস্ক, এখন টিভি
১৫ মার্চ ২০২৩, ১৭:৩৯
গ্রেপ্তার এড়াতে মুচলেকা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিরপরাধ পাকিস্তানিদের রক্ষায় এই মুচলেকা দিয়েছেন বলে জানান তিনি। গ্রেপ্তার করতে আসা পুলিশ সদস্যের কাছে প্রতিশ্রুতি দেন আগামী ১৮ মার্চের মধ্যে আদালতে হাজিরা দেবেন তিনি।
এদিকে তার গ্রেফতার ঘিরে লাহোরে দ্বিতীয়দিনের মতো আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ইমরান সমর্থকদের চলছে সংঘর্ষ। লাহোরে সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির চারপাশে চলছে অসন্তোষ-সহিংসতা। বাধ্য হয়ে বুধবার ভোর সাড়ে ৪টা নাগাদ ভিডিও বার্তায় মুচলেকা দেন তিনি।
পিটিআই চেয়ারম্যানের অভিযোগ, নিরস্ত্র নেতাকর্মীদের ঠেকাতে ভারি নিরাপত্তা বহর নামিয়েছে সরকার। পুলিশের সাথে মোতায়েন রয়েছে রেঞ্জার্স। দলীয় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের পাশাপাশি দেদারসে টিয়ার গ্যাস ছোঁড়ার নিন্দা জানান তিনি।
এদিকে নিরপরাধ পাকিস্তানিদের রক্ষায় মুচলেকা দিয়েছেন বলে দাবি করেছেন ইমরান খান। ভিডিও বার্তায় স্বাক্ষরের ছবিও প্রকাশ করেন তিনি। প্রতিশ্রুতি দেন, আগামী ১৮ মার্চ আদালতে হাজিরা দেবেন তিনি। কারণ, সেদিন পর্যন্ত তার জামিন বহাল রয়েছে।
সাবেক পাক প্রধানমন্ত্রীর দাবি, এই মুচলেকার পর বিধিমালা অনুযায়ী, তাকে গ্রেফতারের কোন এখতিয়ার নেই সরকারের।
লাহোর হাইকোর্টের প্রেসিডেন্ট ইশতিয়াক খান বরাবর মুচলেকা দিয়েছেন ইমরান খান। পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তার করতে গেলে ১৮ মার্চ আদালতে হাজিরা দেয়ার প্রতিশ্রুতি দেন ইমরান। অপরাধ আদালতের ৭৬ নম্বর বিধিমালা অনুযায়ী এই বন্ডের পর গ্রেফতারের সুযোগ থাকে না।
গেলো এক মাসে আলোচিত তোষাখানা মামলায় উপস্থিত না হওয়ায় দুই দফা ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন দামি উপহার সরিয়েছেন এবং বিক্রি করেছেন ইমরান খান।
আকন