
দেউলিয়া হওয়ার শঙ্কায় সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক
এক বছরে মূলধন হারিয়েছে ৮শ' কোটি ডলার

ক্রেডিট সুইস ব্যাংক থেকে অর্থ তুলে নিতে মরিয়া গ্রাহকরা
১৫ মার্চ ২০২৩, ১৪:৩২
এখন বিদেশ ডেস্ক, এখন টিভি
গ্রাহকদের তথ্য গোপন রাখা ও নিরাপদ ব্যাংকিং এর জন্য বিশ্বে সুনাম আছে সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থার। এবার তাতেও ফাটল ধরতে যাচ্ছে।
পর পর মার্কিন দু'টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর এবার সুইজারল্যান্ডের সুইস ক্রেডিট ব্যাংক সংকটে পরতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অর্থনীতিবিদ রবার্ট কিয়োসাকি। তার সঙ্গে একমত হয়েছেন আরও অনেক অর্থনীতিবিদ।
এর কারণ হিসেবে উঠে এসেছে, গত এক বছরে ব্যাংকটি ৭৩০ কোটি সুইস ফ্রাঁ বা ৮০০ কোটি ডলার মূলধন হারিয়েছে। বাজারে ট্রেজারি বন্ড ছাড়ার পরও ব্যর্থ হচ্ছে তহবিল সংগ্রহে। নিজেদের অভ্যন্তরীণ কারসাজিরও ইস্যু রয়েছে বলেও তথ্য মিলছে। ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে প্রকাশ করেছে সুইস ক্রেডিট ব্যাংক।
এছাড়া গত বছর হাই প্রোফাইল ১৮ হাজার গ্রাহকের তথ্য ফাঁস করে সমালোচনার মুখে পড়েছিলো ব্যাংকটি। তারপর থেকেই প্রতিষ্ঠানটি নিয়ে বেড়েছে আস্থার সংকট। হালে অনেক গ্রাহকই হুমড়ি খেয়ে পড়েছেন ব্যাংকটি থেকে আমানত তুলে নিতে।
ব্যাংকটি সম্পর্কে এমন নেতিবাচক খবরের প্রভাব পড়েছে এর শেয়ারদরেও। গত কয়েকদিনে দর হারিয়েছে ৫ শতাংশেরও বেশি।
এদিকে, মার্কিন দু'টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর দরপতন অব্যাহত আছে ইউরোপের শেয়ারবাজারে। মঙ্গলবার (১৪ মার্চ) নিম্নমুখী ছিলো এশীয় প্যাসিফিক অঞ্চলের পুঁজিবাজার।
আরএন