Ekhon TV :: এখন টিভি

২০ হাজার বাঙালিকে নিয়ে যুক্তরাষ্ট্রে এবারের বঙ্গ সম্মেলন

আয়োজনের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ডলার

তোফাজ্জল লিটন, এখন টিভি

১৩ মার্চ ২০২৩, ১৮:৩৪

আগামী ৩০শে জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ৪৩তম বঙ্গ সম্মেলন-২০২৩। অংশ নেবেন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশ ও ভারতের বাঙালিরা। বিদেশের মাটিতে তুলে ধরা হবে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি। পুরো আয়োজনের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ডলার। 

যুক্তরাষ্ট্রের মাটিতে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ৪০ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন সেখানে বসবাস করা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাঙালিরা। সেই লক্ষ্যে প্রতিবছরই আয়েজন হয়ে আসছে বঙ্গ সম্মেলন। নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় জানান দেয়া হয় এবারের সম্মেলনের পরিকল্পনা।

আয়োজকরা জানান, আগামী ৩০শে জুন শুরু হয়ে দোসরা জুলাই পর্যন্ত চলবে বঙ্গ সম্মেলন-২০২৩। নিউ জার্সির আটলান্টিক সিটি জিম হোয়েলান বোর্ডওয়াক হলে হবে আয়োজন।

বঙ্গ সম্মেলনের আহ্বায়ক পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, ‘এবার বঙ্গ সম্মেলনে নতুন কিছু হবে, যা আগে কখনো হয়নি। এই অনুষ্ঠানটি এবার জমজমাট হবে বলে আশা করছি।’

বিশাল এই আনন্দযজ্ঞে অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরের বাঙালিরা। অন্যান্য বছরের তুলনায় এবার খরচের বাজেটও বেশি। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ডলার।

এনএবিসি এমিরিটাস চেয়ারম্যান প্রবীর রায় বলেন, ‘আগে আমাদের বঙ্গ সম্মেলন যেখানে ১০ হাজার ডলার দিয়ে শুরু হয়েছিলো সেটি আজ ১.৫ মিলিয়ন ডলার।’

জমজমাট ও বাঙালিয়ানায় ভরপুর এ মিলনোৎসবকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই।

বঙ্গ সম্মেলনের যুগ্ম আহ্বায়ক সুব্রত সাহা বলেন, ‘কলকাতা ও বাংলাদেশসহ যেসব স্থানে বাঙ্গালীরা রয়েছে তাদের সকলকে একই প্লাটফর্মে এনে এই বঙ্গ সম্মেলনের মাধ্যমে একটি মিলন মেলায় পরিনত করবো।’

বঙ্গ সম্মেলনের বিপণন প্রধান প্রিয়া রায় বলেন, ‘এবারের আয়োজনে যাত্রাপালা অনুষ্ঠিত হবে, যা আগে কখনো হয়নি।’

বঙ্গ সম্মেলনের নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি গীতালি হাওলাদার বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে কাজ করছি। আমি আশা করছি বাংলাদেশের কমিউনিটির সকলে এখানে মিলিত হবেন।’

এবারের বঙ্গ সম্মেলনে প্রায় ২০ হাজার বাঙালির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। যাদের অংশগ্রহণে আয়োজন রূপ নেবে মিলন মেলায়। সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বাঙালি সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা অভিবাসীদের।

আকন

Advertisement
Advertisement
Advertisement