
বাখমুত শহর নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে রাশিয়া!
১১০০ রুশ সেনা নিহতের দাবি জেলেনস্কির
এখনটিভি ডেস্ক, এখন টিভি
১৩ মার্চ ২০২৩, ১৮:২১
বেশ কয়েক মাস ধরেই ইউক্রেনের বাখমুত শহর দখলের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। পিছু না হটে ইউক্রেনও শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছে। গেলো এক সপ্তাহে এই শহরে ১১শ'র বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে চলছে একের পর এক পাল্টা আক্রমণ। যেখানে রাশিয়ার হয়ে লড়াই করে যাচ্ছে দেশটির ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। ফ্রন্ট লাইনের যুদ্ধে মৃত্যুপুরীতে রূপ নিয়েছে অঞ্চলটি।
গেলো এক সপ্তাহে বাখমুত অংশের যুদ্ধে ১১শ'র বেশি রুশ সেনা নিহত ও ১৫শ'র আহত হয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া তাদের অস্ত্র সরঞ্জাম এবং বেশ কয়েকটি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। সব মিলিয়ে রুশ বাহিনীর আক্রমণ সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হচ্ছে বলে দাবি করছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘বাখমুতে গেলো এক সপ্তাহের লড়াইয়ে ১১শ'র বেশি রুশ সেনা নিহত ও ১৫শ' আহত হয়েছে। এছাড়া কয়েক ডজন ইউনিট রুশ সরঞ্জাম এবং ১০টির বেশি গোলাবারুদ ডিপো পুড়িয়ে দেয়া হয়েছে। আমরা কখনোই পিছু হটবো না। আমাদের যেদ্ধারা সাহসীকতার পরিচয় দিচ্ছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’
এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাশিয়ার পক্ষ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ওয়াগনার দাবি করেছে, তারা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার দ্বারপ্রান্তে। মস্কো বলছে, বাখমুত দখল করা গেলে তা হবে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য একটি আঘাত। রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি রাশিয়ার।
রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ‘বাখমুতের পরিস্থিতি কঠিন। ইউক্রেনীয় বাহিনী প্রতি মিটারের জন্য লড়াই করছেন। আমরা যত এগিয়ে যাচ্ছি লড়াই ততই তুমুল হচ্ছে। এর মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাবো। আমাদের প্রচুর গোলাবারুদ আসছে।’
এদিকে খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কেও চলছে যুদ্ধ। এরমধ্যে নিজেদের আরও বেশি পোক্ত করতে বেলারুশ সীমান্তের কাছে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনীয় সেনাদের একাংশ। যেখানে শেখানো হচ্ছে শত্রু পক্ষকে ঘায়েল করার বাস্তবসম্মত নানান কৌশল।
যুদ্ধে মস্কোকে পিছু হঠাতে জার্মানির কাছে আরও গোলাবারুদ চাইছে ইউক্রেন। সেই সঙ্গে দ্রুত পশ্চিমা যুদ্ধবিমান চালানের প্রশিক্ষণ দিতে জার্মানিকে আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
আকন