Ekhon TV :: এখন টিভি

বেড়েই চলেছে অবৈধপথে ইউরোপে যাওয়ার প্রবণতা

বিদেশে এখন ডেস্ক, এখন টিভি

১৩ মার্চ ২০২৩, ১৮:১৪

দিন দিন বেড়েই চলেছে অবৈধপথে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। রোববার (১২ মার্চ) মেক্সিকো সীমান্ত দিয়ে ভেনেজুয়েলার কয়েকশ' শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। পরে মার্কিন পুলিশের বাধার মুখে পড়েন তারা। একই দিনে দেশটির ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে দুটি নৌকা ডুবে ৮ জন শরণার্থীর মৃত্যু হয়।

উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান অনেকে। ধনী এই দেশটিতে স্থায়ীভাবে বসবাস করার অনেকগুলো উপায়ের মধ্যে একটি হলো অ্যাসাইলাম সিক বা আশ্রয়ের আবেদন। প্রতিবছর তাই হাজার হাজার মানুষ দেশটিতে অভিবাসী হতে আশ্রয়ের আবেদন করে থাকে। তবে দেশটিতে বাইডেন সরকার ক্ষমতা গ্রহনের পর এ নীতি আরও কঠিক করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রত্যাশীদের।

রোববার (১২ মার্চ) মেক্সিকো সীমান্ত দিয়ে ভেনেজুয়েলার কয়েকশ' শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। পরে মার্কিন পুলিশের বাঁধার মুখে পরে তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শরণার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিটানো হয় পিপার স্প্রে।

শরণার্থীরা বলেন, আমার সন্তানের চোখে পিপার স্প্রে ছিটানো হয়েছে। আমরা আমাদের ভবিষৎ সুন্দর করতে এখানে এসেছি। বন-জঙ্গল পারি দিয়ে আমরা প্রচণ্ড ঝুঁকি নিয়ে এখানে এসেছি।

তারা আরো বলেন, আমরা সবাই এখানে অসহায়। আমারা সবকিছু হারিয়ে নি:স্ব। আমারা শুধুমাত্র এখানে আশ্রয় চাই, আমাদের পরিবারকে সাহায্য করতে চাই। আর কিছু না।

একই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়োগোতে দুটি মাছ ধরার নৌকা ডুবে ৮ জন শরণার্থীর মৃত্যু হয়। সান ডিয়াগোর পুলিশ জানায়, নিহতরা সবাই চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলো।

এদিকে তুরস্কের এজিয়ান উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন ৫ জন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। শনিবার তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

নিয়মনীতি কঠোর করেও কমানো যাচ্ছে না অবৈধপথে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ঢল। শনিবারও উত্তাল ভূমধ্যসাগরের ইতালি উপকূলের একটি জাহাজ থেকে প্রায় তেরশো শরণার্থীকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement