Ekhon TV :: এখন টিভি

রিয়াদ এয়ার নামে চালু হচ্ছে নতুন সৌদি এয়ারলাইন্স

রিয়াদ এয়ার নামে চালু হচ্ছে নতুন সৌদি এয়ারলাইন্স

রিয়াদ এয়ার

১৩ মার্চ ২০২৩, ১৮:০২

বিদেশে এখন ডেস্ক, এখন টিভি

'রিয়াদ এয়ার' নামে নতুন একটি জাতীয় উড়োজাহাজ সংস্থা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিলো সৌদি আরব। ব্রিটিশ ব্যবসায়ী টনি ডগলাস সংস্থাটির প্রধান নির্বাহী। এটি চালু হলে তেল বিক্রির বাইরে দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধিতে ২০ হাজার কোটি ডলার যোগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেইসঙ্গে দুই লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে 'রিয়াদ এয়ার'। 

অর্থনীতিকে চাঙা রাখার জন্য শুধু তেল বিক্রির ওপর নির্ভর না করে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে সৌদি আরব সরকার। এবার রিয়াদ এয়ার নামে জাতীয় উড়োজাহাজ সংস্থা চালু করতে যাচ্ছে দেশটি। যদিও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স নামের একটি রাষ্ট্রিয় উড়োজাহাজ সংস্থা রয়েছে আগে থেকেই।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিক ভাবে জানান, রিয়াদ এয়ারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানশিল্পের পরিচিত মুখ টনি ডগলাস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সাল নাগাদ রিয়াদ এয়ার বিশ্বজুড়ে ১০০টিরও বেশি গন্তব্যে সেবা দেবে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই লাখের বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

রিয়াদ এয়ার পুরোপুরিভাবে সৌদি আরবের নিজস্ব তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড `পিআইএফ'র মাধ্যমে পরিচালিত হবে। পিআইএফ'র অধীন ৬০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ আছে। দেশটির অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে এ তহবিল ব্যবহার করা হয়। রিয়াদ এয়ারের সেবা চালু হলে তেল বিক্রির বাইরে জিডিপি প্রবৃদ্ধিতে ২০ হাজার কোটি ডলার যোগ হবে বলে প্রত্যাশা করছে দেশটির সরকার।

গেলো বছরের অক্টোবরে প্রায় ৪০টি এ ৩৫০ উড়োজাহাজ কেনার ব্যাপারে এয়ারবাসের সঙ্গে আলোচনা করে রেখেছে সৌদি আরব। বোয়িং কোম্পানিও সৌদি আরবের কাছে উড়োজাহাজ বিক্রির জন্য তদবির চালাচ্ছে।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement