Ekhon TV :: এখন টিভি

যুদ্ধ ও মূল্যস্ফীতির প্রভাবে জর্জরিত যখন পুরো বিশ্ব, তখন উল্টো চিত্র মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। তেল বেচে চাঙা দেশটির অর্থনীতি। গেল বছর রেকর্ড ১৬ হাজার ১শ' কোটি ডলার মুনাফা করেছে দেশটির সবচেয়ে বড় রাষ্ট্র-মালিকানাধীন তেল কোম্পানি আরামকো। এক বছর আগে প্রতিষ্ঠানটি যে পরিমাণ মুনাফা করেছিল, গত বছরের মুনাফা তার চেয়ে ৪৬ শতাংশ বেশি। 

গেল বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পরই আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় জ্বালানি তেলের দাম। তবে এতে বিপরীতে হিত হয় সৌদি আরবের জন্য। সুবাতাস লাগে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকোর ব্যবসায়।

তেল উৎপাদনকারী জায়ান্ট কোম্পানি আরামকো জানায়, ২০২২ সালে তারা মুনাফা করেছে ১৬ হাজার ১শ' কোটি ডলার। যা ২০২১ সালের তুলনায় ৪৬ শতাংশ বেশি । কাগজে কলমে প্রতিষ্ঠানটির এক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ মুনাফা। আরামকোর পরেই যুক্তরাষ্ট্রের এক্সোনমোবিল লাভ করেছে ৫, হাজার ৫৭০ কোটি ডলার এবং ব্রিটেনের শেল মুনাফা করেছে ৩ হাজার ৯৯০ কোটি ডলার।

এদিকে লাভের বেশির ভাগ অর্থ দেশটির নতুন নতুন অবকাঠামো নির্মাণে ব্যয় করার ঘোষণা দিয়েছে আরামকো। যার মূল কারণ মুনাফার বেশির ভাগ অর্থই পাবে সৌদি আরব সরকার। আরামকোর শতকরা প্রায় ৯৫ ভাগের মালিক সৌদি সরকার।

সৌদি আরবের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রেখেছে আরামকো। দেশটির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭ শতাংশে। এছাড়া বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পরেই সৌদি আরামকোর অবস্থান।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement