
নিজে ‘দেশ’ গড়ে জাতিসংঘে প্রতিনিধি পাঠালো ভারতের পলাতক আসামি

ভারতীয় পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে নিত্যানন্দকে, অন্যদিকে তার প্রতিনিধি জাতিসংঘে
১২ মার্চ ২০২৩, ১২:৪১
এখনটিভি ডেস্ক, এখন টিভি
১২ মার্চ ২০২৩, ১২:৪১
অনেকগুলো মামলার আসামি নিত্যানন্দ ভারত থেকে পলাতক। তার বিরুদ্ধে ধর্ষণ এবং শিশু অপহরণের মতো গুরুত্বর অভিযোগও আছে। বলা যায়, ভারতীয় পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। অন্যদিকে তার প্রতিনিধি জাতিসংঘে বসে কথা বলছেন; এমনকি ভারতের বিপক্ষেই নালিশ করছে।
কে এই স্বামী নিত্যানন্দ?
গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় আলোচনায় আসায় নিত্যানন্দকে অনেকেই চেনেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, ভারতের তামিলনাড়ুতে জন্ম নিত্যানন্দর। তার আসল নাম অরুণাচলম রাজাশেখরন। তার দাবি, ১২ বছর বয়সে তিনি প্রথম আধ্যাত্মিকতা লাভ করেন।
স্ব-ঘোষিত এই ধর্মগুরুর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। শিশু ধর্ষণ, অপহরণ এবং নিজের আশ্রমে শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বেআইনি কাজে ব্যবহারের মতো গুরুতর অভিযোগও রয়েছে নিত্যানন্দের বিরুদ্ধে। ২০১০ সালে কর্ণাটকে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। সেবার তাকে গ্রেফতারও করা হয়েছিলো। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু ২০২০ সালে নিত্যানন্দের জামিন বাতিল করা হয়। এরপরই থেকেই তিনি পলাতক। বর্তমানে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
নিত্যানন্দর 'দেশ' কৈলাসা সম্পর্কে যা জানা যায়
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গ্রেফতারের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে নিত্যানন্দ একটি দ্বীপ কিনেছিলেন। সেই দ্বীপটিকেই তিনি পৃথক দেশ হিসাবে ঘোষণা করেন এবং নাম দেশ 'কৈলাসা' বা ইউনাইটেড স্টেট অব কৈলাসা। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। এমনও শোনা যায়, কৈলাসা দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি দ্বীপে। যদিও ইকুয়েডর সরকার তাকে আশ্রয় দেয়ার বিষয়টি অস্বীকার করে।
কৈলাসার প্রতিনিধি কিভাবে জাতিসংঘে গেলেন?
ভার্চুয়ালি কৈলাসা নিয়ে নানান বিষয় চোখে পড়লেও বাস্তবে এই দেশের অস্তিত্ব পাওয়া যায় না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, যেখানে 'ইউনাইটেড স্টেট অব কৈলাসা' দেশ হিসেবেই স্বীকৃত নয় তাহলে জাতিসংঘে তাদের প্রতিনিধি গেলো কিভাবে?
জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বলা হয়েছে, কোন দেশ হিসেবে নয়, বরং একটি এনজিও হিসেবে তাদের প্রতিনিধি জেনেভায় অনুষ্ঠিত পাবলিক মিটিংয়ে অংশ নিয়েছিলেন। এবং জেনেভা কনভেনশন অনুযায়ী এটা স্বাভাবিক। কিন্তু নিজেকে জাতিসংঘে ইউনাইটেড স্টেট অব কৈলাসার স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়া বিজায়াপ্রিয়া নিত্যানন্দা নামের এই নারীর বক্তব্য নিয়েই ভারতে হৈচৈ হচ্ছে বেশি। কারণ, তিনি অভিযোগ করেছেন নিত্যানন্দকে তার জন্মভূমি অর্থাৎ ভারতে ধর্মচর্চা করতে দেয়া হয়নি এবং তাড়িয়ে দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, নিত্যানন্দ ভারতের দ্বারা নির্যাতিত। বলা যায়, নিত্যানন্দ এবং কৈলাসার সুরক্ষা চাইতেই জাতিসংঘে গেছেন বিজয়াপ্রিয়া। যদিও পরবর্তীতে তিনি একটি ভিডিও বর্তায় ভারত সরকারের কাছে নিত্যানন্দ এবং কৈলাসার ওপর সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
কে এই বিজয়াপ্রিয়া?
বিজয়প্রিয়া যুক্তরাষ্ট্রে থাকেন। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন, ২০১৪ সালে কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক হন। ইংরেজি, ফরাসিসহ বেশ কিছু ভাষায় তিনি সাবলীলভাবে কথা বলতে পারেন।
এমএস