
বিশ্বজুড়ে মূল্যস্ফীতির জোয়ারে ভিন্ন চিত্র চীনে

৩ বছরে করোনা ধাক্কা সামলে উঠছে চীন
১০ মার্চ ২০২৩, ১৬:৫৩
এখনটিভি ডেস্ক, এখন টিভি
করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অর্থনীতি। গত ফেব্রুয়ারিতে চীনের ভোক্তা মূল্যসূচক এক বছর আগের তুলনায় ধীর হয়েছে।বিশ্বের অন্যতম জনবহুল দেশ চীনের করোনার ধাক্কা সামলাতে লাগলো টানা তিন বছর।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো'র তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে ধীরগতিতে বাড়তে দেখা গেছে মূল্যসূচক। বেশ কিছু পদক্ষেপ গ্রহণ এবং ভোক্তাদের সচেতনতার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। তবে পরিস্থিতির আমূল পরিবর্তনের জন্য আরও অনেক সময় দিতে হবে বেইজিংকে।
বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারিতে অর্থনীতি বাধাগ্রস্ত হলেও, তা পুনরুদ্ধারে দ্রব্যের বাড়তি মূল্য কোনো বাধা তৈরি করেনি চীনে। শি জিনপিং সরকার গত বছরের তুলনায় এ বছর ভোক্তা ব্যয় গড়ে তিন শতাংশ বেশি'র লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
চীনের অর্থনীতিবিদরা এ বছর বড় ধরনের কোনো আর্থিক নীতির কথা জানাননি। গত বছরই অর্থনীতিকে ত্বরান্বিত করতে সরকার দুইবার ব্যাংকের রিজার্ভের আবশ্যকতা কমায়।
যেখানে অন্যান্য দেশে কয়েক দশক ধরেই উচ্চ মুদ্রাস্ফীতির হার দেখা গেছে, সেখানে করোনার প্রকোপ না থাকলে চীন আরও ভালো অবস্থানে থাকতো। চীনে মূলত ২০২২ সালে কোভিডের সংক্রমণ বেড়ে যায়। গত বছর চীনে করোনা নিয়ন্ত্রণের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। কিন্তু বিশ্বব্যাপী করোনার উচ্চ সংক্রমণের সময়, অর্থাৎ ২০২০ ও ২০২১ সালে বেশ ভালোই ব্যবসা করে চীন।
গত বছর চীনে মহামারি নিয়ন্ত্রণের ধকল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আবাসন খাত এবং প্রাইভেট কোম্পানিতে মন্দা দেখা দেয়। প্রবৃদ্ধি বাড়াতে সরকার নানা ধরনের বিনিয়োগের পরিকল্পনা অব্যাহত রাখে।
পাশাপাশি যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে বেড়েছে চীনের ব্যবসা। আগামী বছরের মধ্যে যা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশা করছে দুই দেশ।
আরএন