
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত
সৈয়দ ইফতেখার , এখন টিভি
১০ মার্চ ২০২৩, ১৬:৩৪
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ৬৯ বছর বয়সী শি জিনপিং। এ নিয়ে তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করবেন তিনি।
শুক্রবার চীনের পার্লামেন্টের প্রায় ৩ হাজার সদস্যের সবাই 'গ্রেট হল অব দ্য পিপলে' প্রেসিডেন্ট নির্বাচনে শি'র পক্ষে ভোট দেন। এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলো না শি'র।
নজির ভেঙে টানা তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। পদটি অনেকটা আনুষ্ঠানিক হলেও ইতোমধ্যে দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
পার্লামেন্টে ভোটাভুটিতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। আর ভোট গণনা শেষ হয় ১৫ মিনিটে।
ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি পার্লামেন্ট সদস্যদের সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদের জন্য দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও নির্বাচিত হোন শি জিনপিং।
চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি ২০১৩ সাল থেকে চীনের প্রেসিডেন্ট পদে বহাল আছেন। ফের ৫ বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় ২০২৮ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার কথা রয়েছে। এ সময়ে অর্থনীতিকে আরও বেগবান করাই এখন তার লক্ষ্য।
তবে করোনার কারণে গত বছর থেকে কিছুটা থমকে যেতে থাকে চীনা অর্থনীতি। এতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বে এক নম্বর অর্থনীতির দেশ হতে কিছুটা পিছিয়ে পড়ে শি সরকার। তবে আসছে বছরগুলোতে অর্থনৈতিকভাবে ভালো করবে বলে মত বিশ্লেষকদের।
আরএন