Ekhon TV :: এখন টিভি

​​​​​​​সত্যিকারের যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত হতে বললেন কিম

​​​​​​​সত্যিকারের যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত হতে বললেন কিম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১০ মার্চ ২০২৩, ১৪:৫১

বিদেশে এখন ডেস্ক, এখন টিভি

প্রয়োজন হলে সত্যিকারের যুদ্ধের জবাব দিতে এবং সামরিক মহড়া জোরদার করতে দেশের সেনাদের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার আগে বৃহস্পতিবার (৯ মার্চ) একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে নিজেদের পরমাণু সক্ষমতার জানান দিতে মরিয়া উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সময় যতো ঘনিয়ে আসছে, ততে এই অঞ্চলে বাড়ছে উত্তেজনা। বৃহস্পতিবার একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ফায়ার অ্যাসাল্ট ড্রিল, ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান, যেগুলো প্রতিটি ৪টি করে ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। দক্ষিণ কোরিয়া বলছে, এদিন আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, কিম যেকোন যুদ্ধ প্রতিহত করতে আর যুদ্ধে যোগদানের প্রস্তুতি নিতে সেনাদের নির্দেশ দিয়ে রেখেছেন। ২০১৮ সালের পর চলতি বছরের ১৩ মার্চ থেকে কোরিয়ো উপকূলে যৌথ মহড়া শুরু করবে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং শুরু থেকেই এই মহড়ার বিরোধিতা করে বলে আসছে, এই মহড়া অভিযানের পূর্বপ্রস্তুতি।

২০১৯ সালে পরমাণু কার্যক্রম নিয়ে কূটনৈতিক সব আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে পরমাণু আর ক্ষেপণাস্ত্র তৈরি জোরদার করেছে উত্তর কোরিয়া। ২০১৭ সালে সবশেষ পরমাণু অস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গেলো বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। চলতি বছরও যা অব্যাহত আছে।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement