
কানিয়ে ওয়েস্টকে বাদ দেওয়ার পরিণাম গুনছে অ্যাডিডাস
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৯ মার্চ ২০২৩, ১৬:৩২
তিন স্ট্রাইপের লোগো দেখলে সবার প্রথমে মাথায় আসে অ্যাডিডাসের নাম। ফুটবলার মেসি থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শার্মা, সফল সব ক্রীড়াবিদের সঙ্গে জড়িয়ে আছে প্রতিষ্ঠানটির নাম। আর সেই অ্যাডিডাস এই বিপুল পরিমাণ লোকসানের মুখে ।
২০২২ সালে ৫৪ কোটি ডলার লোকসানের গুনেছে জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছর এই অঙ্ক বেড়ে দাঁড়াতে পারে ৭০ কোটি ডলারে। যা হবে প্রতিষ্ঠানটির ৩১ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্কের লোকসান।
অন্যদিকে কয়েক দফা উগ্র মন্তব্যের কারণে মার্কিন সঙ্গীত শিল্পী কেনি ওয়েস্টের সঙ্গে ৯ বছর পর চুক্তি থেকে সরে আসে অ্যাডিডাস। একইসঙ্গে বিপুল চাহিদা থাকার পরেও ইয়েজি ব্র্যান্ডের স্নিকার বিক্রি বন্ধ করে দেয় এডিডাস। যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি ডলার।
গত বছরের বছরে বিশ্বব্যাপী অ্যাডিডাসের বিক্রি ১ শতাংশ বেড়েছে। তবে এ সময় কঠোর লকডাউনের কারণে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বাজার চীনে বিক্রি কমেছে ৩৬ শতাংশ।
আর্থিক ক্ষতির এ সময়টিকে নতুন দিনের সূচনা হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী বিরোন গুলডান। তবে ২০২৪ সাল থেকে আবারো ঘুরে দাঁড়ানোর আশা করছে বহুজাতিক প্রতিষ্ঠানটি।
এসআই