
ভুয়া লিংকে ক্লিক, কয়েক লাখ রুপি হারালেন ৪০ গ্রাহক
এখন বিশ্ব ডেস্ক, এখন টিভি
০৬ মার্চ ২০২৩, ১৭:৫৪
ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা তথ্য হালনাগাদের জন্য গ্রাহকদের কাছে প্রথমে একটি মেসেজ পাঠায় প্রতারক চক্র। সেই মেসেজে ক্লিক করতেই গ্রাহকরা আটকে যান প্রতারণার জালে। এভাবেই ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি ব্যাংকের অন্তত ৪০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রতারকরা তিনদিনে হাতিয়ে নিয়েছে লাখ লাখ রুপি।
প্রতারণার শিকার দেশটির অভিনেত্রী শ্বেতা মেননও। তার অভিযোগ, ২ মার্চ তিনি ভুয়া একটি মেসেজের লিংকে ক্লিক করেন। লিংক থেকে চালু হওয়া পোর্টালে নিজের গ্রাহক আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি প্রবেশ করান। এরপর একটি ফোন কলও পান তিনি। প্রতারণার সঙ্গে যুক্ত থাকা এক নারী ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে মোবাইলে আসা ওটিপিটি বলতে বলেন। বলতেই শ্বেতার অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার ৬৩৬ রুপি তুলে নেয়া হয়।
মুম্বাই পুলিশ বলেছে, প্রতারকরা গ্রাহকদের ফিশিং লিংকসহ বিভিন্ন ধরনের ভুয়া এসএমএস পাঠাচ্ছে। সেখানে তারা উল্লেখ করছে যে, তাদের কেওয়াইসি বা প্যান কার্ডের বিবরণ আপডেট না করায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে; তারা যেন দয়া করে তাদের তথ্য আপডেট করেন। এ ধরনের লিংকের মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়। যেখানে তাদের গ্রাহক আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য গোপনীয় বিবরণ লিখতে বলা হয়।
এ অবস্থায় গোপনীয় তথ্য জানতে চায়-এমন কোনো ধরনের লিংকে ক্লিক করার আগে নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর।
এফএইচ