
রাশিয়ায় রমরমা ব্যবসা করছে চীন
রাশিয়ার মোবাইল ও গাড়ির বাজার চীনের দখলে
ঈষিতা ব্রহ্ম , এখন টিভি
০১ মার্চ ২০২৩, ১৮:২৬
ইউক্রেনে অভিযান শুরুর পর গেলো এক বছরে রাশিয়া ছেড়েছে বিশ্বের অনেক ব্র্যান্ড। এই সুযোগে দেশটির বাজার দখল করেছে চীনা অনেক প্রতিষ্ঠান। রুশরা বাধ্য হয়েই ব্যবহার করা শুরু করেছে চীনা ব্র্যান্ডের স্মার্টফোন আর গাড়ি। অথচ একবছর আগেও রাশিয়ার বাজারে আধিপত্য করা আইফোন, স্যামসাং গ্যালাক্সি আর বিএমডব্লিউ এখন নেই বললেই চলে।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে বিশ্ব অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, সেই আঘাত কিছু ক্ষেত্রে লেগেছে রাশিয়াতেও। রুশ নাগরিকরা এখন আর পশ্চিমা কোনো ব্র্যান্ডের গাড়ি ও স্মার্টফোন খুব একটা ব্যবহার করতে পারেন না। তাদের ব্যবহার করতে হচ্ছে চীনের শাওমির স্মার্টফোন আর মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান গিলির গাড়ি। চুটিয়ে ব্যবসা করছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমিও।
গেলো বছরের ফেব্রুয়ারির আগেও চীনের পণ্য জনপ্রিয় ছিলো রাশিয়াতে। ২০২১ সালেও দেশটির স্মার্টফোনের বাজারের ৪০ শতাংশই ছিলো চীনের দখলে। বছর ব্যবধানে যা পৌঁছেছে ৯৫ শতাংশে। যদিও দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়ায় একই সময়ে স্যামসাং আর অ্যাপলের আধিপত্য ৫৩ শতাংশ থেকে নেমেছে ৩ শতাংশে।
রাশিয়ার রাজপথেও এখন আধিপত্য চীনের তৈরি গাড়ির। গেলো বছর দেশটিতে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি আর গ্রেটওয়াল মোটর শীর্ষ ১০ অবস্থানে পৌঁছে গেছে। গায়েব হয়ে গেছে জার্মানির বিএমডব্লিউ আর মার্সেডিজ। গেলো বছর রাশিয়াতে চীন গাড়ি বিক্রি করেছে ১ লাখ ২২ হাজারের কাছাকাছি।
দেশীয় প্রতিষ্ঠান লাডার বাজারমূল্যও ২২ থেকে ২৮ শতাংশ বেড়েছে গেলো বছরই। অথচ রাশিয়ার বাজারে নেই রেনাল্ট, হুন্দাই আর কিয়ার মতো ব্র্যান্ড। চীন বলছে, রাশিয়ার বাজারে বিশাল একটি শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ করছে বেইজিং।
শাওমি, রিয়েলমি আর অনারের ব্র্যান্ড হুয়াওয়ের বছর শেষে রাশিয়াতে শিপমেন্ট বেড়েছে ৩৯, ১৯০ আর ২৪ শতাংশ। শাওমি বর্তমানে রাশিয়ায় সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করছে।
যদিও করপোরেট বাজারের এমন দুর্দশায় আমদানি বিধিনিষেধ শিথিল করে প্রতিবেশী দেশ থেকে পশ্চিমাদের তৈরি স্মার্টফোন আমদানি করছে রাশিয়া। যেন অ্যাপল আর স্যামসাংয়ের ফোন বাজারে বিক্রি করতে পারে কিছু প্রতিষ্ঠান। এতেও সৃষ্টি হয় বিপত্তি। অনেক অ্যাপে নিষেধাজ্ঞা থাকায় এই স্মার্টফোন কিনেও ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। আমদানি করা গাড়িও কিনতে হচ্ছে গ্যারান্টি ছাড়া।
যারা প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ি কিনতে আগ্রহী, তারা কোথাও ঘুরতে গিয়ে মার্সেডিজ বা অডি কিনছেন, সেগুলো কিনে দেশে নিয়ে আসছেন। যদিও পশ্চিমা নিষেধাজ্ঞায় চীনা ব্র্যান্ড লাভবান হলেও, রাশিয়ার অর্থনীতি গুনছে চরম লোকসান। গেলো বছর রাশিয়ায় স্মার্টফোন বিক্রি ৩৩ শতাংশ কমেছে। গাড়ি বিক্রি কমেছে ৬০ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমাদের আধিপত্য কমায় স্থায়ীভাবে রাশিয়ার গাড়ি আর স্মার্টফোনের বাজার ধরে ফেলবে চীন।
আকন