Ekhon TV :: এখন টিভি

বাড়ছে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার তীব্রতা

উচ্চক্ষমতাসম্পন্ন ট্যাংক ও ড্রোন দিয়ে ইউক্রেনে রুশ হামলা

বাড়ছে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার তীব্রতা

মস্কোতে ইউক্রেনীয় ড্রোন ভূ-পাতিত করার দাবি

০১ মার্চ ২০২৩, ১৮:১৩

বাড়ছে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার তীব্রতা। মঙ্গলবার ইউক্রেনের দোনেৎস্ক আর বাখমুতে দফায় দফায় হামলা চালায় রুশ সেনারা। অন্যদিকে মস্কোতে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি করে তারা। এর জের ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার নতুন করে ইউক্রেনীয় বিভিন্ন অঞ্চলে সেনাদের ঘাটি লক্ষ্য করে উচ্চ ক্ষমতাসম্পন্ন হায়াৎজার ট্যাংক দিয়ে হামলা করে রুশ সেনারা।

শুধু স্থলপথেই নয়, একইদিন দেশটির দোনেৎস্ক, কুপিয়ান্সক অঞ্চলে রকেট ও ড্রোন হামলা করে মস্কো। সেসময় কামিকাজি ড্রোন ব্যবহার করে মস্কোর সেনারা।

অভিযান চালানো হয় বাখমুত শহরেও। রুশ বাহিনীর হামলায় পুরো ভুতুরে নগরীতে পরিণত হচ্ছে শহরগুলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘কঠিন পরিস্থিতি চলছে বাখমুতে। প্রতিনিয়ত আমি সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত এ অঞ্চলে ৮০০ রুশ সেনা নিহত হয়েছে।’

বসে নেই ইউক্রেনেও। রুশ সেনাদের লক্ষ্য করে পাল্টা অভিযানের দাবি করে তারাও। মস্কোর ওব্লাস্ট অঞ্চলের কোলোমনা শহরের বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এতে রাশিয়ার সীমান্তের নিরাপত্তা আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া-ইউক্রেন সীমান্ত বিশেষ নজরদারিতে রাখতে হবে। এখন থেকে বর্ডার গার্ড, জাতীয় নিরাপত্তা বাহিনী ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে।’

এদিকে জি-টোয়েন্টিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের নয়া দিল্লিতি পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুইদিনব্যাপী এ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনসহ চীন ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর।

আকন

Advertisement
Advertisement
Advertisement