
ভারতে ১২২ বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা
ওয়ালীউল্লাহ ফারুক , এখন টিভি
০১ মার্চ ২০২৩, ১৮:০২
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের তাপমাত্রা ভেঙেছে ১২২ বছরের রেকর্ড। এসময় গড় তাপমাত্রা ছিলো স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া বিষেশজ্ঞরা বলছেন, আগামী তিন মাস অতিরিক্ত গরমে ভুগতে হবে ভারতের বেশকিছু অঞ্চলকে। দিনের সাথে গড় তাপমাত্রা বাড়বে রাতেও।
চলতি বছরের ফেব্রুয়ারি ছিলো ভারতের সবচেয়ে উষ্ণতম মাস। গ্রীষ্ম শুরু আগেই তাপমাত্রা এমন অস্বাভাবিক আচরণে ঝুকিঁর মুখে দেশটির বেশ কিছু অঞ্চল।
দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩ মাস গরমে ভুগতে হবে মানুষকে। ভারতের অনেক এলাকায় তাপমাত্রা আগের বছরের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে এবং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের ওপরে। মধ্য ভারতের পাশাপাশি গরমে সবচেয়ে বিপাকে থাকবে উত্তর পশ্চিম অঞ্চলগুলো।
এছাড়াও তাপপ্রবাহের প্রভাব থাকবে দক্ষিণ ভারত, মধ্য ভারতের কিছু অংশেও। কয়েক বছর আগেও মার্চে হোলির পর পর্যন্ত শীতের প্রভাব থাকলেও এবার দেখা যাবে উল্টো চিত্র। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম রাজস্থান, ওডিশা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর কিছু অংশে সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ইউপি এবং রাজস্থানের অনেক জায়গায় তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী ৩ মাসে দিনে তাপমাত্রা বেশি থাকলে রাতের গড় তাপমাত্রাও থাকবে বেশি।
আকন