Ekhon TV :: এখন টিভি

ভূমিকম্পে তুর্কিয়েতে ত্রাণ গেলেও সিরিয়ায় গেছে অতি অল্পই। সেখানকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আজাজের বাসিন্দারা খাদ্য সংকটের পাশাপাশি পড়েছেন তাঁবু সংকটে। কাঁচামাল না থাকায় স্থানীয় বাজারে প্রতিটি তাঁবুর দাম ছাড়িয়েছে ২৫০ ডলার বা প্রায় ২৭ হাজার টাকা।

গৃহ যুদ্ধকবলিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল এখন যেন এক থমকে যাওয়া জনপদ। ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের পরও সিরিয়ার অনেক শহরে পৌঁছায়নি সরকারি-বেসরকারি কিংবা আন্তর্জাতিক ত্রাণ। খাবারসহ নানা সংকটে ভুগছেন বাসিন্দারা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আজাজের বাসিন্দারা পড়েছেন আরও বিপাকে। খাবার সংকটের পাশাপাশি দেখা দিয়েছে, মাথা গোজার তাঁবুর সংকট। চাহিদা এতো বেশি যে তাঁবু তৈরিতে হিমশিম অবস্থা কারিগরদের। নেই প্রয়োজনীয় কাঁচামাল। একটি তাঁবু কিনতে গৃহহীন মানুষদের গুনতে হচ্ছে ১৫০ থেকে ২৫০ ডলার।

স্থানীয়রা জানান, ‘বাস্তুচ্যুত অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন, প্রয়োজনীয় তাঁবু পাচ্ছি না। বাজারে যে তাঁবু পাওয়া যাচ্ছে, তার দামও দ্বিগুণ।’

পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টাই তাঁবু তৈরিতে ব্যস্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা। প্রয়োজনীয় কাঁচামাল সংকট ও সীমান্ত বন্ধ থাকায় দাম দ্বিগুণ হয়েছে বলে স্বীকার করেন তারা।

কারখানার শ্রমিকরা জানান, ‘তাঁবুর চাহিদা বেড়েছে। বাজারে কাঁচামাল পাওয়া যাচ্ছে না, ইস্পাতের ঘাটতি আছে, কাজ করার মতো কোনো স্টিল নেই। আমরা দিনে ২৫ থেকে ৫০টি তাঁবু তৈরি করছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ভূমিকম্পে বিপর্যস্ত তুর্কিয়ে ও সিরিয়ায় মানবিক সহায়তা প্রয়োজন তিন কোটির বেশি মানুষের।

আকন

Advertisement
Advertisement
Advertisement