
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি আরব

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০২
এখনটিভি ডেস্ক, এখন টিভি
ওমরাহ ভিসা ছাড়াও আরও তিন ধরনের ভিসায় সৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ পাওয়া যাবে। এছাড়া যতোবার ইচ্ছে ততোবারই করা যাবে ওমরাহ। সেইসঙ্গে যেকোনো রুট হয়ে গন্তব্যে ফেরার সুযোগ রেখেছে সৌদি আরব সরকার।
দেশের অর্থনীতিকে চাঙা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগুচ্ছে সৌদি সরকার। এর মধ্যে অন্যতম হচ্ছে ওমরাহ। মুসল্লিদের এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে একের পর এক সুখবর দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। বাড়ানো হচ্ছে সুযোগ-সুবিধা।
আগে ওমরাহ ভিসায় ওমরাহ পালনের সুযোগ থাকলেও, বর্তমানে বিশ্বের মুসলমানরা ভ্রমণ, পর্যটন ও শ্রম ভিসায়ও ওমরাহ করার সুযোগ পাবেন। অর্থাৎ এখন থেকে ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হজরত মুহাম্মদ-এর রওজা জিয়ারত করতে পারবেন মুসল্লিরা। মক্কার মসজিদুল হারামে অবস্থান করেই করা যাবে সেই আবেদন।
এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। এমনকি ওমরাহ যাত্রীদের জন্য চালু করা হয়েছে স্বাস্থ্য বীমা। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে সৌদির নাগরিক ও বিদেশি উভয় ওমরাহ যাত্রীরা সর্বোচ্চ ১ লাখ রিয়াল স্বাস্থ্য বীমা করাতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ লাখ টাকার সমান।
অন্যদিকে ওমরাহ পালন করে জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে মানুষ ফিরতে পারবেন নিজ দেশ বা পছন্দের গন্তব্যে।
নতুন হিজরি সাল শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। এই তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
এমএস