Ekhon TV :: এখন টিভি

পিকেকে গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থায়নের কথা স্বীকার করলো সুইডেন

পিকেকে গোষ্ঠীকে বিপুল পরিমাণ অর্থায়নের কথা স্বীকার করলো সুইডেন

দীর্ঘদিন ধরে তুর্কিয়ের সঙ্গে লড়াই করছে পিকেকে

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩

এখনটিভি ডেস্ক, এখন টিভি

তুর্কিয়ে ঘোষিত সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এবং তাদের সমমনা কুর্দি গোষ্ঠীগুলো সুইডেন থেকে বড় অংকের ফান্ড সংগ্রহ করেছে বলে স্বীকার করেছেন সুইডেনের নিরাপত্তা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার একটি টেলিভিশনের সাংবাদিককে সুইডিশ সিকিউরিটি সার্ভিস (এসএপিও)-এর কাউন্টার টেররিজমের উপ-প্রধান সুজানা ট্রেহর্নিং রোববার একটি টেলিভিশনের সাংবাদিককে একথা বলেছেন।

তিনি বলেন, অর্থের পরিমাণ কত তা আমি প্রকাশ করবো না, তবে এটুকু বলতে পারি যে, পিকে আমাদের দেশ থেকে বিপুল পরিমাণ অর্থায়ন পায়।

সংগঠনটির অর্থায়নে জড়িত ব্যক্তিদের শনাক্তে এসএপিও কার করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, গত সপ্তাহে একজন ব্যক্তিকে পিকেকের জন্য দোকান থেকে রয়্যালটি সংগ্রহ করার জন্য গ্রেপ্তার করা হয়েছিলো।

তুর্কিয়েসহ ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ পিকেকে গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। আর বাধা দিচ্ছে তুর্কিয়ে। তাদের মূল আপত্তি দেশ দুটি থেকে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন নিয়েই। শুধু অর্থায়নই নয়, তুর্কিয়ের দাবি, দেশটির কালো তালিকাভুক্ত সন্ত্রাসীদের তারা আশ্রয় দিচ্ছে।

সুইডেনের প্রধান ন্যাটো আলোচক অস্কার স্টেনস্ট্রম সম্প্রতি বলেছেন, ফিনল্যান্ডের তুলনায় তার দেশ থেকে বেশি অর্থায়ন পাচ্ছেন পিকেকে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ শুক্রবার ঘোষণা করেছেন, মার্চের মাঝামাঝি ব্রাসেলসে তুর্কিয়ে, ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ন্যাটো জোটে তাদের যোগদানের বিষয়ে আলোচনা হবে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়ে আঙ্কারার দাবির প্রতি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর সুইডেন এবং ফিনল্যান্ডের সঙ্গে গত বছরের জুনে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করে তুর্কিয়ে। যদিও এরপর সুইডেনে কুরআন পোড়ানোসহ বিভিন্ন ইস্যুতে বিষয়টি নিয়ে ঐক্যমত্যে পৌঁছনোর বিষয়টি থমকে যাচ্ছে।

এমএস

Advertisement
Advertisement
Advertisement