
শেয়ারের মূল্য কমেছে প্রায় ১ শতাংশ
এরিকসন গ্রুপ থেকে চাকরি হারাচ্ছেন সাড়ে ৮ হাজার কর্মী!
নাফি আরমান মনন , এখন টিভি
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৬
আজকের গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার খবর
করোনার পর থেকেই ধুঁকছে প্রযুক্তি খাত। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না হওয়ায় কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার সেই ছাঁটাইয়ের মহোৎসবে নাম লেখাতে যাচ্ছে বিশ্বখ্যাত টেলিকম যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিকসন গ্রুপ। সুইডিশ প্রতিষ্ঠানটি থেকে চাকরি হারাবেন প্রায় ৮,৫০০ জন কর্মী।
মহামারির পর থেকে দেশে দেশে লাগামহীন মূল্যস্ফীতি। অর্থনীতির সূচকটি উর্ধ্বমুখী থাকায় ফাইভ-জি সম্প্রসারণ প্রকল্প পিছিয়ে নিয়েছে উন্নয়নশীল অনেক দেশ। এতে করে ব্যবসায় ভাটা পড়েছে এরিকসনের। ফলে চলতি বছর ৮৬ কোটি ডলার সাশ্রয়ের পরিকল্পনা গ্রহণ করে প্রতিষ্ঠানটি। বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই কার্যকর হবে ২০২৪ সালের মধ্যে।
ফাইভ-জির যন্ত্রাংশ সরবরাহে এরিকসনের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে ফিনল্যান্ডের নোকিয়া ও চীনের হুয়াওয়ের। ২০১৭ সালে বোর্জ একহোম প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়ার পরপরই এগিয়ে যায় সুইডিশ প্রতিষ্ঠানটি। গত ৫ বছরে এ খাতে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ শতাংশে। তবে কর্মী ছাঁটাইয়ের খবরে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এরিকসন গ্রুপের শেয়ারের মূল্য কমেছে প্রায় ১ শতাংশ।
বিপুল অঙ্কের কর্মী ছাঁটাইয়ের কারণে বাজারে প্রতিদ্বন্দ্বীতার কতটুকু সামলাতে পারবে, তা নিয়ে সন্দিহান প্রযুক্তি বিশ্লেষকরা। বিদায়ী বছরে এরিকসনের মুনাফা কমেছে ১৭ শতাংশ, অঙ্কের হিসেবে যা প্রায় ১৮০ কোটি ডলার। এছাড়াও ২২ কোটি ডলার জরিমানা গুনতে হয়েছিলো জঙ্গিগোষ্ঠী আইএসকে অর্থায়নের অভিযোগে।
আরএন