
প্রথম জেনারেশনের আইফোন বিক্রি হলো ৬৩,৩৫৬ ডলারে

আইফোনটি ২০০৭ সালে প্রথম নিয়ে আসেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা এবং তৎকালীন সিইও স্টিভ জবস।
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৯
এখনটিভি ডেস্ক, এখন টিভি
আজকের গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার খবর
আইফোনের প্রথম প্রজন্মের একটি মডেল বিক্রি হয়েছে ৬৩ হাজার ৩৫৬.৪০ মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬ কোটি ৭২ লাখ ৮ হাজার। সম্প্রতি নিলামে ফোনটি বিক্রি হয়।
মডেলটি ২০০৭ সালের। ফোনটির বক্স এতোদিন খোলাই হয়নি।
প্রথম প্রকাশের সময় ৮জিবি স্টোরেজের সংস্করণটির দাম ছিলো ৫৯৯ ডলার। ১৬ বছর পর যা বিক্রি হলো ১০০ গুণেরও বেশি দামে।
ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনের আসল মালিক এটি উপহার পেয়েছিলেন। কিন্তু ব্যবহার করেননি। এমনকি ফোনের বক্সটি খুলেও দেখেননি। কয়েক বছর ধরে গ্রিন এটি বিক্রি করে দিতে চাচ্ছিলেন। কিন্তু গত অক্টোবরে আইফোনের প্রথম প্রজন্মের আরেকটি ফোন নিলামে তোলার পর ৩৯,৩৩৯ ডলারে বিক্রি হলে তিনি ভাবেন, এখনই এটি বিক্রি করে দেয়ার সঠিক সময়।
আইফোনটি ২০০৭ সালে প্রথম নিয়ে আসেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা এবং তৎকালীন সিইও স্টিভ জবস। এতে ৩.৭ ইঞ্চি স্ক্রিন, ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সাফারি ওয়েব ব্রাউজার ছিলো। তখন এর শুধুমাত্র ৪ জিবি এবং ৮ জিবি স্টোরেজের মডেল পাওয়া যেতো। গ্যাজেটটি তার ডিজাইন, টাচস্ক্রিন, ক্যামেরা ক্ষমতা এবং সহজে ওয়েব ব্রাউজিংয়ের সুবিধার কারণে বাজারে এক ধরণের বিপ্লব ঘটায়।
এমএস