
ইউটিউব সিইওর হঠাৎ পদত্যাগ, নতুন প্রধান নীল মোহন

ইউটিউবের সাবেক প্রধান নির্বাহী সুসান ওজসিস্কি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫১
এখনটিভি ডেস্ক, এখন টিভি
আজকের গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার খবর
হঠাৎই পদত্যাগ করলেন জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহী সুসান ওজসিস্কি। ইউটিউবের নতুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান পণ্য বিষয়ক কর্মকর্তা নীল মোহনকে।
৯ বছর দায়িত্ব পালন শেষে ইউটিউবের প্রধান নির্বাহীর পদ থেকে অব্যাহতি নিলেন সুসান ওজসিস্কি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন। ইউটিউবের প্রতিষ্ঠাকালীন সময়ের কর্মীদের একজন ছিলেন সুসান।
পদত্যাগের কারণ হিসেবে এক ব্লগ পোস্টে তিনি জানান, পরিবারকে সময় দিতে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি ব্যক্তিগত প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে গুগল ও অ্যালফাবেটের উপদেষ্টা হিসেবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন ৫৪ বছর বয়সী এই নারী।
২০১৫ সাল থেকেই ইউটিউবের প্রধান পণ্য বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন নীল মোহন। চলতি বছর গুগলের আয় ৭০০ কোটি ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের তথ্যানুযায়ী, নীল মোহনকে নিয়ে টানা হেঁচড়া চলছিলো টুইটার ও ইউটিউবের মধ্যে। তবে ইউটিউবেই থেকে যাওয়ায় প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ডলারের বোনাস পেয়েছেন তিনি।
বিদায়ী বছর শুধু বিজ্ঞাপন থেকেই ইউটিউব আয় করে প্রায় ৩ হাজার কোটি ডলার, যা অ্যালফাবেটের মোট আয়ের ১০ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে কম আয় ও চীনা শর্ট ভিডিও অ্যাপ টিকটকের প্রভাব বাড়তে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছে অ্যালফাবেট কর্তৃপক্ষ। তাই ইউটিউবকে পণ্য হিসেবে আরো লাভজনক করতে অতিরিক্ত চাপ থাকবে নতুন সিইও নীল মোহনের ওপর।
মহামারি করোনার পর থেকেই টেক দুনিয়ায় কমছে নারীদের অংশগ্রহণ। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এ খাত থেকে কাজ ছেড়েছেন বা ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখ নারী। এর আগে চাকরি ছাড়ার তালিকায় নাম লিখিয়েছেন মেটার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মারনে লেভিন, ইয়াহুর সিইও মারিসা মায়ের ও এইচপির সিইও মেগ হুইটম্যান।
এমএস