
সংকটেও যেসব টেক জায়ান্ট আয় বাড়িয়েছে
এখনটিভি ডেস্ক, এখন টিভি
২৭ এপ্রিল ২০২৩, ১৫:২১
আজকের গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার খবর
বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। পুঁজিবাজার থেকে কিনে নেবে নিজেদের সাত হাজার কোটি ডলারের শেয়ার। অন্যদিকে অনলাইন বিজ্ঞাপন বাজার দুর্বল হওয়ায় ব্যয় সংকোচনেও ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানটি। আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটেরও মার্চ পর্যন্ত তিন মাসে আয় বেড়েছে সাত শতাংশ।
বিশ্ব অর্থনীতিতে সংকটের মধ্যেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে টেক জায়ান্টগুলো। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট বছরের প্রথম প্রান্তিকে আয় করেছে প্রায় সাত হাজার কোটি ডলার, যা এক বছর আগের তুলনায় তিন শতাংশ বেশি। আর্থিক গবেষণা প্রতিষ্ঠান রিফিনিটিভ জানিয়েছে, প্রত্যাশার চেয়ে এগিয়ে আছে অ্যালফাবেট। এ খবর প্রকাশের পরই পুঁজিবাজারে চার শতাংশ দর বেড়েছে প্রতিষ্ঠানিটির।
ইউটিউব, গুগল ক্লাউড, ট্রাফিক অ্যাকুইজিশন কস্ট থেকে গেলো প্রান্তিকে অ্যালফাবেটের আয় ছিল দুই হাজার ছয়শ' কোটি ডলার। সাফল্যের ধারাবাহিকতায় পুঁজিবাজার থেকে নিজেদের সাত হাজার কোটি ডলারের শেয়ার কিনে নিতে অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
তবে মন্দার শঙ্কায় অনেক বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন সরিয়ে নেয়ায় এবং টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় ইউটিউব হিমশিম খাওয়ায় এ খাত থেকে আয় কমেছে অ্যালফাবেটের। গেল তিন মাসে প্রতিষ্ঠানটির নিট লাভ দেড় হাজার কোটি ডলার, যা আগের বছরের চেয়ে প্রায় দেড়শ' কোটি ডলার কম। জানা গেছে, শেয়ার প্রতি এক দশমিক এক-সাত ডলার আয় করেছে অ্যালফাবেট। এ অবস্থায় ব্যয় সংকোচনের কথাও ভাবছে অ্যালফাবেট। এর আগে জানুয়ারিতেই ১২ হাজার কর্মীছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
অন্যদিকে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটের আয় বেড়েছে গেল প্রান্তিকে। মার্চের শেষে সাত শতাংশ বেড়ে রাজস্ব দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশ' কোটি ডলারে, যা প্রত্যাশার চেয়েও দুইশ' কোটি ডলার বেশি। নিট আয়ও নয় শতাংশ বেড়ে এক হাজার ৮৩০ কোটি ডলারে পৌঁছেছে, যা গেল বছরের তুলনায় দেড়শ' কোটি ডলার বেশি।
পুঁজিবাজার থেকে শেয়ারপ্রতি পৌনে তিন ডলার আয় করেছে মাইক্রোসফট। চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ১৫ শতাংশ, একই সময়ে এস অ্যান্ড পি সূচক ছয় শতাংশ ঊর্ধ্বমুখী।
এফএইচ