Ekhon TV :: এখন টিভি

শিশুরা বানালো রকেট

অংশ নেয় ৪ থেকে ১৪ বছর বয়সী ৫০জন শিশু

রাফসান নিঝুম , এখন টিভি

১৯ মার্চ ২০২৩, ১৭:১৫

কর্মশালায় আসা শিশুদের কারো বয়স ১৪ পার হয়নি। অথচ মহাকাশ বিজ্ঞান ও রকেট নিয়ে এই বয়সেই আগ্রহ রয়েছে তাদের। তাই তো অভিভাবকদের হাত ধরে শিশুরা এসেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। ব্যস্ত হয়েছে মডেল রকেট বানাতে। 

বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। যেখানে অংশ নিয়েছে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০জন শিশু।

শিশুদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ, রকেট ও প্রযুক্তির বিকাশে উৎসাহিত করতে এমন আয়োজন। ৬টি গ্রুপে ভাগ হয়ে মেন্টরদের সাহায্যে শিশুরা বানিয়েছে তিন ধরনের রকেট। আকাশে উৎক্ষেপণ করা হয়েছে মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকল রকেট। 

রকেটের ইতিহাস, বিভিন্ন যন্ত্রাংশের কাজ ও কার্যপ্রণালীসহ নানা কিছু জানানো হয়েছে শিশুদের। রকেট ও মহাকাশ নিয়ে শিশুদের নানা প্রশ্নের উত্তরই দিয়েছে আয়োজকরা। এমন আয়োজন ভবিষ্যতে শিশুদেরকে আগ্রহী করে তুলবে রকেট ও মহাকাশ গবেষণায়। 

একজন শিশু বলে, এইগুলা শিখলে আমরা বুঝতে পারবে যে কীভাবে রকেট বানানো যায়। স্পেস নিয়ে আমাদের কাজে আগ্রহ বাড়বে। 

আরেকজন শিশু বলে, মহাকাশ নিয়ে আমরা যত কাজ করবো তত নতুন কিছু শিখতে পারবো।  

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান এখন টিভিকে বলেন, স্পেস রকেট মেকিং, অ্যাভিয়েশন, রকেট মেকিং যা কিছুই আমরা করছি না কেনো তার পেছনে কিন্তু আছে বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে আকৃষ্ট করতে চাচ্ছি। এই বয়সে মহাকাশ, রকেট, বিজ্ঞান নিয়ে তাদের আগ্রহ বাড়ে তাহলে বড় হয়ে তারা এই বিষয়গুলোতে কাজ করতে চাইবে। 

শুধু শিশুরা নয়, তাদের অভিভাবকদের মাঝেও ছিলো বাড়তি উচ্ছ্বাস। ছোট বয়সে রকেট ও প্রযুক্তি নিয়ে এমন কর্মশালা ভবিষ্যতে তাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে বলে মনে করছেন তারা। 

একজন অভিভাবক বলেন, এখানে আসার আগে থেকেই আমার সন্তান বলছিলো রকেটের ব্যাপারে। সে ইউটিউবে সার্চ করে দেখছিলো, আমাকে অনেক প্রশ্ন করছিলো। এমন কর্মশালায় অংশ নেয়ার পর আমার ধারণা রোবট নিয়ে তার আগ্রহটা নিশ্চয়ই বেড়ে যাবে। 

এমন আয়োজনের সাথে থাকার প্রতিশ্রুতি দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি বলেন, অদূর ভবিষ্যতে এমন আয়োজন শিশুদের জোগাবে বাড়তি প্রেরণা। উৎসাহিত করবে রকেট সায়েন্স নিয়ে কাজ করতে। 

স্পেস অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড হবে আগামী অক্টোবরে। যেখান থেকে চারজন চ্যাম্পিয়ন সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় নভোচারী ট্রেনিং নেয়ার কথা জানান বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান।

কর্মশালা শেষে অভিভাবকদের সাথে মঞ্চে সার্টিফিকেট ও মেডেল সংগ্রহ করে অংশগ্রহণকারী শিশুরা। 

আরএন

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার খবর