Ekhon TV :: এখন টিভি

আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

এখনবিদেশ ডেস্ক, এখন টিভি

১৫ মার্চ ২০২৩, ১৬:৫৮

৪ মাসের ব্যবধানে আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে কর্তৃপক্ষ। 

প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজার পদ শূণ্য রয়েছে। সেক্ষেত্রে এখন কর্মী নিয়োগ দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ব্যয় কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা। মেটার প্রধান নির্বাহী জানান, পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ছাঁটাই করা হচ্ছে কর্মীদের। নতুন অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পুনর্গঠন কার্যক্রম চলবে আরও কয়েক বছর।

পাশাপাশি ২০২৩ সালে শত কোটি ডলার কমানো হচ্ছে মেটার ব্যয়। এই পদক্ষেপকে মার্কিন অর্থনীতির জন্য নেতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ওয়েডবাশ সিকিউরিটিসের ব্যবস্থাপনা পরিচালক ডেনিয়েল আইভিস বলেন, এখন ব্যয় সংকোচনের সময় চলছে। কোম্পানিগুলো দশকের সর্বোচ্চ প্রবৃদ্ধির পর এখন কর্মী ছাঁটাই শুরু করেছে। জাকারবার্গ নিজের প্রতিষ্ঠানের জন্য ভালো করলেও অর্থনীতির জন্য ভালো হচ্ছে না। যদিও এতে ঝুঁকি কমায় বিনিয়োগ বাড়বে।

১৮ বছরের ইতিহাসে গত বছরের শেষের দিকে কোম্পানিটিতে প্রথম গণছাঁটাই শুরু হয়। সেসময় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে মেটা, যা কোম্পানিটির মোট কর্মীর ১৩ শতাংশ। অথচ, ২০২০ সালে মেটা দ্বিগুণ নিয়োগ দিয়েছিল। যদিও এই ঘোষণার পর মেটার শেয়ারের দর বেড়েছে ৬ শতাংশ।

আইভিস আরও বলেন, সিলিকন ভ্যালি ব্যাংক যেভাবে হঠাৎ দেউলিয়া হয়ে গেলো, এটা হুমকি। কেন এই ধস তা আমরা সবাই জানি। অতিরিক্ত খরচ, অতিরিক্ত সুদহার, যেকোন সময় যেকোন কোম্পানির ধস ডেকে আনতে পারে। ধস নামার আগে ব্যয় কমানোই বুদ্ধিমানের কাজ।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার বাড়ার কারণে অর্থনৈতিক মন্দার উদ্বেগে গত কয়েক মাস ধরে কর্পোরেট হাউজগুলো ছাঁটাই করছে কর্মীদের। 

ট্র্যাকিং সাইটের তথ্য বলছে, ২০২২ সালের শুরু থেকে তথ্য-প্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলো ২ লাখ ৯০ হাজার কর্মী ছাঁটাই করেছে। মূল্যস্ফীতির কারণে কোম্পানিটি তার মূল ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় হুমকির সম্মুখীন হচ্ছে। যেখানে মেটাভার্সের মতো ব্যয়বহুল প্রজেক্ট হাতে নিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান।

আরএন

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার খবর