Ekhon TV :: এখন টিভি

শিশু-কিশোরদের নিয়ে হবে রকেট মেকিং ওয়ার্কশপ

অংশ নিতে পারবেন ৪ থেকে ১৪ বছর বয়সীরা

শিশু-কিশোরদের নিয়ে হবে রকেট মেকিং ওয়ার্কশপ

রকেট মেকিং ওয়ার্কশপ

০৮ মার্চ ২০২৩, ১৪:৫৬

রাফসান নিঝুম , এখন টিভি

৩য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে রকেট মেকিং ওয়ার্কশপ। যেখানে অংশ নিতে পারবে ৪ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা। মূলত শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান চর্চা বাড়াতে এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে শিশু-কিশোরদের সম্পৃক্ত করতে এই উদ্যোগ।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে আগামী ১৮ মার্চ (শনিবার) হতে যাচ্ছে রকেট মেকিং কর্মশালা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এ কর্মশালায় অংশ নেবে অর্ধশতাধিক শিশু-কিশোর। 

কর্মশালায় মডেল রকেট বানানো, রকেটের বিভিন্ন অংশ সম্পর্কে জানা, রকেট উৎক্ষেপণের পাশাপাশি এর ইতিহাস, কাজের ধরন সম্পর্কে জানতে পারবে শিশু-কিশোররা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মডেল রকেট, ওয়াটার রকেট এবং ভেহিক্যাল রকেট বানাবে তারা। 

এই ধরনের কর্মশালা মহাকাশ, রোবট ও বিজ্ঞান নিয়ে শিশুদের অনুপ্রেরণা যোগাবে বলে আশা করছেন আয়োজকরা। স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু এখন টিভিকে বলেন, বাচ্চাদের মাঝে বিভিন্ন মজার মজার প্রজেক্ট এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। 

আরএন

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার খবর