
বিশ্বের প্রথম নারী ব্যবসায়ী ইরাকের 'আহাহা'
এখনটিভি ডেস্ক, এখন টিভি
০৮ মার্চ ২০২৩, ১২:৩৪
গত কয়েক শতাব্দীর তুলনায় আজকের নারীরা ব্যবসায় এগিয়েছে। দিনে দিনে তারা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় বিশ্বের প্রথম নারী উদ্যোক্তা ছিলেন প্রসাধনী উদ্যোক্তা সিজে ওয়াকার।
তিনি ছিলেন একজন আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী। তবে বিবিসির এক সাংবাদিকের গবেষণায় দেখা যাচ্ছে ভিন্ন তথ্য।
গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রথম নারী ব্যবসায়ী ছিলেন ইরাকের আসুর শহরের 'আহাহা'। সময়কাল ১৮৭০ খ্রিষ্টপূর্বের। কাপড় ও টিনের ব্যবসা করতেন তিনি।
ব্যবসার কাজে তাকে আসুর শহর থেকে তুর্কিয়ের কানেশ শহরে আসতে হতো। তার সঙ্গে বিনিয়োগ করেন আরও বেশ কয়েকজন।
সময়টা ছিলো বিনিময় প্রথার। তাই তাকে গাধার পিঠে কাপড় নিয়ে নিজ শহর অসুর থেকে তুরস্কে আসতে হয়েছে। বলা হয়, তার এই ব্যবসা বেশ লাভজনক ছিলো।
ব্যবসার এক পর্যায়ে আপন ভাইয়ের কাছে প্রতারণার স্বীকার হন আহাহা। আহাহা সেই অভিযোগ লিখে পাঠিয়েছিলেন তার বড় ভাই মুতাপ্পিলকে।
১৮৭০ খ্রিস্টপূর্বাব্দে, লেখার একমাত্র মাধ্যম মাটির স্লেটে তা খোদাই করা ছিলো। পরে তুরস্কের কানেশ শহর থেকে উদ্ধার হওয়া ২৩,০০০ মাটির স্লেটের মধ্যে আহাহার লেখা বেশ কিছু চিঠি পাওয়া যায়।
তার লেখা এসব চিঠির মাধ্যমে জানা যায়, আহাহা বিশ্বের প্রথম নারী ব্যবসায়ী ছিলেন। এছাড়া ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের সিনিয়র গবেষক এবং 'ওমেন অব অ্যাসুর অ্যান্ড কানেশ' বইয়ের লেখক সিসিল মিশেলের লেখায়ও সেই সময়ের নারীদের সংগ্রামের কথা লেখা রয়েছে।
বর্তমান ধারার দিকে ফিরে তাকালে চারিদিকে আলোকিত নারীর জয়গাথা। মুসলিম নারীরাও পিছিয়ে নেই।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের প্রকাশিত বিশ্বের ১০০ ধনী নারীর তালিকা দেখলে তার প্রমাণ পাওয়া যায়।
২০২৩ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার নারীরা এই তালিকায় কয়েকগুণ এগিয়ে।
এসআই